East Bengal vs Mohun Bagan Derby ticket: শনিবার আইএসএল ডার্বি, বুধবার থেকেই মিলবে টিকিট! দুই ক্লাব ছাড়া আর কোথায় কাউন্টার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
আইএসএল-এ এবারের প্রথম ডার্বির আগে চরম ডামাডোলের মধ্যে রয়েছে লাল হলুদ শিবির৷ প্রথম চার ম্যাচেই হারের মুখ দেখেছে তাঁরা৷
কলকাতা: লক্ষ্মী পুজোর পরেই শনিবার আইএসএল-এ ডার্বি। তার জন্য বুধবার থেকেই অনলাইনের পাশাপাশি অফলাইনেও শুরু হচ্ছে টিকিট বিক্রি৷
যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৯ অক্টোবর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি ম্যাচের জন্য অনলাইনের পাশাপাশি বুধবার কাউন্টার থেকে শুরু হচ্ছে আইএসএলের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি। বুধবার ১৬ অক্টোবর থেকে শনিবার ১৯ অক্টোবর পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকেরা রুবি হাসপাতাল মোড় এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া ১৬ থেকে ১৮ অক্টোবর সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত তাঁরা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ১ নম্বর গেটের বক্স অফিস থেকে।
advertisement
advertisement
মোহনবাগান সমর্থকেরা এই চার দিনই সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ময়দানের মোহনবাগান তাঁবু থেকে কিনতে পারবেন। ১৬ থেকে ১৮ অক্টোবর তাঁরা টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে।
আইএসএল-এ এবারের প্রথম ডার্বির আগে চরম ডামাডোলের মধ্যে রয়েছে লাল হলুদ শিবির৷ প্রথম চার ম্যাচেই হারের মুখ দেখেছে তাঁরা৷ কার্লেস কুয়াদ্রাতের ইস্তফার পর দলের দায়িত্ব নিয়েছেন আর এক স্প্যানিশ কোচ অস্কার ব্রুঁজো৷ অন্যদিকে ইস্টবেঙ্গলের তুলনায় কিছুটা ভাল অবস্থায় থাকলেও খুব একটা স্বস্তিতে নেই মোহনবাগান৷ তবে শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে একপেশে জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী হোসে মলিনার ছেলেরা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 12:08 AM IST