বিপদে পাশে পেয়েছেন সবসময়, সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইস্টবেঙ্গল কর্তারা
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
East Bengal officials meet CM Mamata Banerjee: স্পনসর খুঁজে দেওয়া থেকে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার ছাড়পত্র পাইয়ে দেওয়া সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। ১২ বছর পর ক্লাব ট্রফি পাওয়ার তাই মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে দেখা করলেন লাল-হলুদ কর্তারা।
বিগত কয়েক বছরে যখনই বিপদে পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব তখনই পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পনসর খুঁজে দেওয়া থেকে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার ছাড়পত্র পাইয়ে দেওয়া সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। ১২ বছর পর ক্লাব ট্রফি পাওয়ার তাই মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে দেখা করলেন লাল-হলুদ কর্তারা।
গত ২৮ জানুয়ারি কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। তারপর থেকেই সেলিব্রেশন মুডে রয়েছে ক্লাবকর্তা থেকে ফ্যানেরা সবাই। আগামি ৩ ফেব্রুয়ারি রয়েছে আইএসএল ডার্বি। তার আগে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। সঙ্গে লাল-হলুদ হাঁড়িতে ছি মিষ্টি। সৌজন্য বিনিময়ও হয় উভয়পক্ষের মধ্যে।
প্রসঙ্গত, কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান নন্দকুমার। পরে ক্রেসপোর গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ওড়িশা। সেখান থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান জহৌ।
advertisement
advertisement
২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলায় দুই দলই কোনও গোল করতে পারেনি। আর দ্বিতীয়ার্ঝের ১১১ মিনিটে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিৎ করেন অধিনায়ক ক্লেইটন সিলভা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 9:01 PM IST