সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
Last Updated:
৯০ মিনিটে গুচ্ছ গুচ্ছ গোল মিস। শেষ মুহূর্তের পেনাল্টির গোলে কোনওক্রমে আইজলকে হারিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল। ক্রোমার পাওয়া পেনাল্টিতে গোল করলেন রালতে। শেষ চারে লাল-হলুদের সামনে জামশেদপুর ও গোয়া ম্যাচের জয়ী
#ভুবনেশ্বর: ৯০ মিনিটে গুচ্ছ গুচ্ছ গোল মিস। শেষ মুহূর্তের পেনাল্টির গোলে কোনওক্রমে আইজলকে হারিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল। ক্রোমার পাওয়া পেনাল্টিতে গোল করলেন রালতে। শেষ চারে লাল-হলুদের সামনে জামশেদপুর ও গোয়া ম্যাচের জয়ী। আর দিনের সেরা ফ্রেমটা দূরত্ব ভুলে খালিদ-সুভাষের কোলাকুলি।
advertisement
আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বারবার এসেছে। কিন্তু নিজেদের ভুলেই বারবার সেটা হাতছাড়া হয়েছে। সুপার কাপ জিতে সেই ক্ষতে প্রলেপ লাগাতে চান খালিদ-সুভাষ জুটি। সুপার কাপের সেমিতে লাল-হলুদ। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল লাল-হলুদের। প্রায় হাফডজন গোলে জেতা ম্যাচ ডুডুরা জিতলেন ১-০ গোলে। তাও শেষ মুহূর্তের পেনাল্টিতে।
advertisement
আরও পড়ুন ডেভিস কাপে বিশ্বরেকর্ড লিয়েন্ডারের
এবারের মরসুমে নিজের পুরোন ক্লাব আইজল বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে খালিদের সামনে। কিন্তু রবিবার শুরু থেকেই দাপট ছিল আমনাদের। তাতেও অবশ্য তেকাঠিতে বল ঢুকতে কালঘাম ছুটে গেল। একাই ৪টে সুযোগ নষ্ট করে ভিলেন ডুডু।
advertisement
দ্বিতীয়ার্ধে তুলে নেওয়ার বিরক্তিতে ছিঁড়লেন জার্সি। কাটসুমি, আমনার শট বাঁচালেন পাহাড়ি দলের গোলকিপার। ইস্টবেঙ্গলের জয়ের গোলটার নেপথ্যে অবশ্য লালমপুইয়াই। থ্রু পাস পেয়ে ঢুকে পড়া ক্রোমাকে বক্সের মধ্যেই ফাউল করে বসেন তিনি। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল রালতের।
advertisement
সেমিতে লাল-হলুদের সামনে জামশেদপুর-গোয়া ম্যাচের জয়ী। আর দিনের সেরা ফ্রেম,খালিদ-সুভাষের কোলাকুলি। টিডি-কোচকে এক ফ্রেমে। জয়ের সঙ্গে এটাও বড় পাওনা লাল-হলুদ সমর্থকদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 7:28 PM IST