'শেষ হয়ে যাওয়া গল্প নই', আইএসএলে নামার আগে হুঙ্কার লাল-হলুদ কোচের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
আইএসএলেক প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের ভাগ্য় ফেরাতে প্রস্তুত কোচ স্টিফেন কনস্টেনটাইন। কেরালা ম্য়াচের আগে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা।
শুক্রবার আইএসএলের বোধনে ইস্টবেঙ্গলের সামনে কেরালা ব্লাস্টার্স চ্য়ালেঞ্জ। গত দুই মরসুমে প্রথম ম্য়াচে জয়ের স্বাদ পায়নি লাল-হলুদ ব্রিগেড। এবার স্টিফেন কনস্টেনটাইনের হাত ধরে ইস্টবেঙ্গলের ভাগ্য়ের চাকা ঘোরে কিনা সেটাই দেখার। নতুন করে সুদিন আসার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল সমর্থকরাও। তবে আইএসএলের মরসুম শুরুর আগে নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল লাল-হলুদ কোচের গলায়।
ম্য়াচের আগে স্টিফেন কনস্টেনটাইন সাফ কথায় জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের ভাগ্য় পরিবর্তন করতেই তিনি এখানে। লিগ টেবিলের শেষে থাকার জন্য় তিনি যে ভারতে কোচিং করাতে আসেননি সেই কথাও জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ। স্টিফেন কনস্টেনটাইন জানিয়েছেন,'অতীত নিয়ে ভাবতে চাই না। গত মরশুমে কী হয়েছে বা তার আগের মরশুমে কী হয়েছে, তা আমি পরিবর্তন করতে পারব না। পরে কী হতে চলেছে সেটাই আমি কেবল পরিবর্তন করতে পারি।'
advertisement
এছাড়াও স্টিফেন কনস্টেনটাইন বলেছেন,'দল গুছিয়ে নেওয়ার জন্য় বেশি সময় হাতে পাইনি। আমি যখন কলকাতায় এসেছিলাম তখন মাত্র ১২ জন ফুটবলার ছিল। এখন আমাদের স্কোয়াডে ২৬-২৭ জন প্লেয়ার আছে। আগামিকালই বোঝা যাবে আমরা কতটা ভাল বা কতটা খারাপ। এটুকু বলতে পারি, আমরা শেষ হয়ে যাওয়া গল্প নই। কালকের ম্যাচ হারব না এই প্রতিশ্রুতি দিতে পারি বা শেষ স্থান পাওয়ার জন্য আমি ইস্টবেঙ্গলে আসিনি।'
advertisement
advertisement
আইএসএলে শুরুর আগে দলকে ক্লোজড ডোর অনুশীলন করিয়েছেন লাল-হলুদের ব্রিটিশ। এর আগে দুই দফায় ভারতীয় দলের কোচ থাকার কারণে এদেশের ফুটবল ও ফুটবলার সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে কনস্টেনটাইনের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফের একবার ইস্টবেঙ্গল ক্লাবকে সাফল্য়ের রাস্তায় ফেরাতে মরিয়া স্টিফেন কনস্টেনটাইন। কতটা সফল হবেন তিনি, তার উত্তর দেবে সময়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 2:33 PM IST