ফেরান্দোর আক্রমণাত্মক ফুটবল, না কনস্ট্যানটাইনের অভিজ্ঞতা, ডার্বিতে কে করবে বাজিমাত

Last Updated:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি। টানা ৬টি ডার্বি হারের পর জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য মোহনবাগানের। ম্যাচের আগে কী বলছেন দুই দলের কোচ।

#কলকাতা: ডুরান্ড কাপে এই মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে সাক্ষাৎ হয়েছিল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোলে জয়ের হাসি হেসেছিল সবুজ-মেরুণ ব্রিগেড। তবে মরসুমের একেবারে শুরুতে দুই দলের খেলাতেই মন ভরেনি সমর্থদকদের। এবার আইএসএলে প্রথমবার কলকাতায় মুখোমুখি হতে চলেছে ঘটি-বাঙালের চিরন্তন ফুটবল লড়াই। ম্যাচের আগে নিজের দলের প্রতি আত্মবিশ্বাস থেকে প্রতিপক্ষের প্রতি সমীহের সুর শোনা দুই দলের কোচের মুখে।
মেগা ম্যাচের আগে প্রতিপক্ষ নিয়ে ততটানা ভেবে নিজের দলকে নিয়েই ভাবনা ও পরিকল্পনা করতে বেশি পছন্দ করেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তিনি বলেন,'ইস্টবেঙ্গল দলের রক্ষণ ভাগ খুব ভাল, তাদের অভিনন্দন । তবে আমার দল যদি ঠিকঠাক বল নিয়ে এগোতে পারে তাহলে তারা ঠিক জায়গা বানাতে পারবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। আমি আমার দলের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি আমার খেলোয়াড়দের।'
advertisement
অপরদিকে, ডুরান্ডের ডার্বি অতীত, এবার জয় ছাড়া কিছুই ভাবছেন না ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি বলেন,'প্রথম খেলার আগে আমি মাত্র এক সপ্তাহ পেয়েছিলাম। অনেক খেলোয়াড় দেরিতে এসে পৌছেছিলেন। এখন আমরা আমাদের দল গুছিয়ে নেওয়ার বেশ কিছুটা সময় পেয়েছি। ওদের দল খুব ভাল। আমাদের লড়াই কঠিন হবে। আমরা এক সপ্তাহ ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।'
advertisement
advertisement
প্রসঙ্গত, আইএসএলের শেষ চার ডার্বি সহ টানা ছটি ডার্বিতে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। শেষবার ২০১৯-এর ২৭ জানুয়ারি আই লিগের ফিরতি ডার্বিতে হাইমে স্যান্টোস কোলাডো ও জবি জাস্টিনের গোলে মোহনবাগানকে ২-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর ৩ বছরের বেশি সময় কেটে গিয়েছে। লাল-হলুদ সমর্থকদের ডার্বি জয় উপহার দিতে পারবেন কিনা স্টিফেন কনস্ট্যানটাইন, না ফের জয়ের হাসি হাসবেন হুয়ান ফেরান্দো, তার উত্তর মিলবে শনিবাসরীয় যুবভারতীতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফেরান্দোর আক্রমণাত্মক ফুটবল, না কনস্ট্যানটাইনের অভিজ্ঞতা, ডার্বিতে কে করবে বাজিমাত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement