East Bengal: ইস্টবেঙ্গলের ক্লেটন আসতে পারছেন না ভিসা সমস্যায়! ডার্বি জয়ের শপথ মহেশের

Last Updated:

মহেশ বুঝে গিয়েছেন আসল ম্যাচ কলকাতা ডার্বি। এই ম্যাচে নায়কের জন্ম হয়

ডার্বি জিততে চান মহেশ
ডার্বি জিততে চান মহেশ
কলকাতা: ইস্টবেঙ্গলে নতুন বছরে সাফল্য পেতেই হবে একথা ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। তবে চাইলেই পাওয়া যায় না সবকিছু। কিন্তু একটা ভদ্রস্থ রেজাল্ট আশা করছে এবারের লাল হলুদ কর্তৃপক্ষ। সেই নয়ের দশকে লাল-হলুদ জার্সিতে ময়দান কাঁপিয়ে গিয়েছিলেন ওপার বাংলার মোনেম মুন্না। অকাল প্রয়াত ফুটবলারের পরিবারকে সম্মানিত করার মুহূর্তে সময় যেন থমকে দাঁড়াল। স্মৃতিচারণায় কেঁদে ফেললেন তাঁর স্ত্রী ইয়াসমিন সুরভি।
দুই বাংলার কাঁটাতারের বেড়াজাল যেন এক লহমায় মুছে গেল। বিহ্বল মহানাগরিক ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ওপার বাংলার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের সম্পর্ক বরাবরই মধুর। পল্টু দাসের উদ্যোগেই আসলাম, রুমি, গোলাম গাউসরা লাল-হলুদ জার্সি গায়ে চাপান। আবাহনী ক্রীড়াচক্রের হারুনুর রশিদও পুরনো গল্পে মাতিয়ে দিলেন মঞ্চ।
advertisement
advertisement
আত্মজন প্রীতি সম্মান গ্রহণের পর পাল্টা সৌজন্যে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে সংবর্ধিত করলেন পদ্মাপাড়ের ফুটবলাররা। তবে অসুস্থ থাকায় আসতে পারেননি ‘ভারত গৌরব’ রতন টাটা। তাঁর হাতে সম্মান পৌঁছে দেবেন লাল-হলুদ প্রতিনিধি। গত মরশুমের সেরা ফুটবলার ক্লেটন সিলভা ভিসা সমস্যায় ব্রাজিলে আটকে। তাঁকে দ্রুত কলকাতায় আনতে উদ্যোগ নিচ্ছে ম্যানেজমেন্ট।
advertisement
সিলভা গতবার ইস্টবেঙ্গলের জার্সিতে সেরা ফুটবলার ছিলেন। এবার যা দল তাতে তিনি আরও সফল হবেন আশা করা যায়। সেরা প্রতিশ্রুতিসম্পন্ন নাওরেম মহেশকেও পুরস্কৃত করা হল। লাজুক মুখে ২৪ বছরের উইঙ্গার জানালেন, সেরাটা মেলে ধরার চেষ্টা করব। মহেশকে দলে নিতে উদ্যোগী ছিল বেশ কয়েকটি অন্য ক্লাব।
তবে মনিপুরী ফুটবলারটি এবছর লাল হলুদ জার্সিতেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মহেশ বুঝে গিয়েছেন আসল ম্যাচ কলকাতা ডার্বি। এই ম্যাচে নায়কের জন্ম হয়। তাই আসছে ১২ তারিখ ডুরান্ড কাপে এই চেষ্টাই করবেন লাল হলুদের উইঙ্গার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: ইস্টবেঙ্গলের ক্লেটন আসতে পারছেন না ভিসা সমস্যায়! ডার্বি জয়ের শপথ মহেশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement