ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচে ক্রুয়েফ স্মরণ
Last Updated:
প্রয়াত জোহান ক্রুয়েফকে শ্রদ্ধা। ম্যাচের ১৪ মিনিটে খেলা থামিয়ে নীরবতা পালন। আমস্টারডাম এরিনায় ফিফা ফ্রেন্ডলিতে অবশ্য ৩-২ গোলে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হল নেদারল্যান্ডসকে।
#আমস্টারডাম: প্রয়াত জোহান ক্রুয়েফকে শ্রদ্ধা। ম্যাচের ১৪ মিনিটে খেলা থামিয়ে নীরবতা পালন। আমস্টারডাম এরিনায় ফিফা ফ্রেন্ডলিতে অবশ্য ৩-২ গোলে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হল নেদারল্যান্ডসকে।
জোহান ক্রুয়েফ। জার্সি নম্বর ফোরটিন। তিনি না থেকেও ছিলেন গোটা ম্যাচ জুড়ে। ডাচ কিংবদন্তিকে অভিনব সম্মান জানালেন আর্জেন রবেনরা। ফ্রান্সের বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রীতি ম্যাচে গ্যালারি জুড়ে দেশের সমর্থন নয়, ছিল শুধু ক্রুয়েফ স্মরণ। খেলোয়াড় জীবনে ১৪ নম্বর জার্সি পড়ে মাঠ কাঁপাতেন টোটাল ফুটবলের আইকন। তাই ম্যাচের ১৪ মিনিটে নীরবতা পালন করেন দুই দেশের ফুটবলাররা। ম্যাচের শুরুতে ব্রাসেলস জঙ্গি হামলায় মৃত ৩৪-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ফ্রান্সকে ৩-২তে জেতাতেও ১৪নম্বর ফ্রান্সের জার্সিধারী মাতুইদিই জয়সূচক গোল করেন। আমস্টারডাম এরিনাকে জোহান ক্রুয়েফের নামে করার প্রস্তাবও দেওয়া হয় এই ম্যাচে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 4:02 PM IST