ডার্বির টিকিটের হাহাকার, দেদার নাকি ব্ল্যাক হয়েছে! ইডেনের সামনে বিরাট ঝামেলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Durand Cup 2023 final: ডার্বি ম্যাচের টিকিট নেই। প্রতিবাদ মিলিয়ে দিল দুই ক্লাবের সদস্যদের।
কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে ১৯ বছর পর ডার্বি। স্বাভাবিকভাবেই সেই ম্যাচের টিকিট নিয়ে উৎসাহ, উদ্দীপনা তো থাকতই। তবে সব উত্তেজনায় জল ঢেলে দিল টিকিটের হাহাকার।
রবিবার ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হবে। ফলে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু কোথায় টিকিট! চারপাশে শুধু হাহাকার। শুক্রবার রাতেই ডুরান্ড কমিটি জানিয়ে দেয়, বড় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হাউসফুল।
টিকিটের হাহাকার শুরু হয়ে যায় অবশ্য আগে থেকেই। ইস্ট-মোহন, দুই দলেরই অনেক সদস্য দাবি করেন, দেদার টিকিট ব্ল্যাক হয়েছে। শুক্রবার রাতে ব্ল্যাকে ১০০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৪০০-৫০০ টাকা। শনিবার সকালে সেটাই হয়ে গিয়েছে ১০০০-১২০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- দেশের মান রাখলেন! ভারতীয় দলের ‘ছোট্ট ছেলে’ বুক চিতিয়ে দাঁড়াল পাকিস্তানের সামনে
টিকিটের এই হাহাকার সমর্থকদের ক্ষোভ বাড়িয়ে দেয়। ইডেন গার্ডেন্সের সামনের গোষ্ঠ পাল সরণি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দুই দলের সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদ করেন।
শুক্রবার ভোররাত থেকে ইস্ট-মোহন সমর্থকরা ক্লাবের সামনে টিকিটের জন্য লাইনে দাঁড়ান। বেলা বাড়ে, লাইন লম্বা হয়। তবুও অধিকাংশ সমর্থক টিকিট পাননি। এর পরই শুরু হয় বিক্ষোভ।
advertisement
প্রশ্ন উঠতে থাকে, ক্লাব সমর্থকরা টিকিট না পেলে এত টিকিট গেল কোথায়? টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠতে শুরু করে। অনেকেই দাবি করেন, খোদ ময়দানে টিকিট ব্ল্যাক হয়েছে।
আরও পড়ুন- রবিবার খুব সাবধান! ডার্বি দেখতে মাঠে গেলে মানতে হবে অনেক নিয়ম, দেখে নিন
মোহনবাগানের তরফে দেবাশিস দত্ত বলেন, “এই প্রথম ক্লাবের লাইফ মেম্বারদের হাতে টিকিট তুলে দিতে পারলাম না। ভিআইপি টিকিট প্রয়োজন হয় কম করে ৪০০০। হাতে পেলাম মাত্র ৫৫০। কাকে টিকিট দেব সেটাই বুঝতে পারছি না। ক্লাব সদস্য হলে টিকিট পাওয়া যায়। এটাই সুবিধা। কিন্তু এবার সেই সুবিধাটুকুও অনেকে পেলেন না।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 8:41 PM IST