‘‘এভাবে খেললে আমাদের জেতার কোনও অধিকার নেই !’’ হেরে হতাশ বিরাট

Last Updated:

হেরে সফর শেষ করার পর স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

#জামাইকা : ক্যারিবিয়ান সফরে ওয়ান ডে সিরিজ জিতলেও শেষটা ভাল হল না টিম ইন্ডিয়ার ৷ রবিবার জামাইকায় সফরের একমাত্র টি২০ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে স্রেফ উড়ে গেলেন কোহলিরা ৷ ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করে মেন ইন ব্লু’রা ৷ এদিনের খেলা দেখে একবারও মনে হয়নি টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের ভারত হারাতে পারে ৷ শেষপর্যন্ত সেটাই হয় ৷ ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় টার্গেটে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷
হেরে সফর শেষ করার পর স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারত এদিন প্রথমে ব্যাট করে ১৯০ রান তুলেছিল ৷ যা একেবারেই জয়ের জন্য যথেষ্ট ছিল না বলে মনে করেন ভারত অধিনায়ক ৷ সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, ‘‘ আমরা আরও ২৫-৩০ রান যোগ করতে পারতাম। ২৩০ রানের টার্গেট ছিল। ফিল্ডিংয়েও আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে না পারলে আমাদের জেতারও অধিকার নেই।’’
advertisement
ওয়েস্ট ইন্ডিজ ওপেনার লুইস সেঞ্চুরি করলেও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেই এদিন একজনও কেউ পঞ্চাশের গণ্ডী টপকাতে পারেননি ৷ দলের সর্বোচ্চ রান দীনেশ কার্তিকের ৷ ২৯ বলে ৪৮ রান করেন তিনি ৷ অনেক বল নষ্ট করে ৩৫ বলে ৩৮ রান করেন এই ম্যাচে সুযোগ পাওয়া ঋষভ পন্থ ৷ অন্তত ২০-৩০ রান এদিন কম হয়েছে বলেই মনে করেন কোহলি ৷ পাশাপাশি এদিন ফিল্ডিংও খুব খারাপ হয়েছে ভারতীয়দের ৷  অধিনায়ক বিরাট বলেন, ‘‘ আমরা বোলিংও ভাল শুরু করতে পারিনি।  ফিল্ডিংও খারাপ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েক বছর ধরে একই দল ধরে রেখেছে। আমরা পরীক্ষা-নিরিক্ষার মধ্যে রয়েছি যেখানে এই ওঠাপড়াটা থাকবে। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘এভাবে খেললে আমাদের জেতার কোনও অধিকার নেই !’’ হেরে হতাশ বিরাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement