অলিম্পিক জিমন্যাস্টিকস-এ ভারতীয় তরুণী
Last Updated:
অলিম্পিক জিমন্যাস্টিকস-এ সুযোগ পেলেন ভারতীয় তরুণী দীপা কর্মকার। রিও অলিম্পিক, ২০১৬ তে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ত্রিপুরার বাসিন্দা বাইশ বছরের এই তরুণী। অলিম্পিকে অংশগ্রহণে রিও ডি জেনেরিও-য় যোগ্যতা প্রমাণের সব ক’টি ধাপে সফল হয়েছেন দীপা। এর আগেও ২০১৪য় গ্লাসগোর কমনওয়লেথ গেমস-এ তিনি ব্রোঞ্জ জেতেন। কমনওয়লেথ জিমন্যাস্টিকসে তিনিই প্রথম মহিলা যিনি এই পদক পান। এর আগে কমনওয়লেথ-এ প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকস-এ পদক পান আশিস কুমার।
#নয়াদিল্লি: অলিম্পিক জিমন্যাস্টিকস-এ সুযোগ পেলেন ভারতীয় তরুণী দীপা কর্মকার। রিও অলিম্পিক, ২০১৬ তে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ত্রিপুরার বাসিন্দা বাইশ বছরের এই তরুণী। অলিম্পিকে অংশগ্রহণে রিও ডি জেনেরিও-য় যোগ্যতা প্রমাণের সব ক’টি ধাপে সফল হয়েছেন দীপা। এর আগেও ২০১৪য় গ্লাসগোর কমনওয়লেথ গেমস-এ তিনি ব্রোঞ্জ জেতেন। কমনওয়লেথ জিমন্যাস্টিকসে তিনিই প্রথম মহিলা যিনি এই পদক পান। এর আগে কমনওয়লেথ-এ প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকস-এ পদক পান আশিস কুমার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2016 9:33 AM IST