ক্রিজে নেমে প্রত্যেক বলে মারা ছাড়া আর কোনও উপায় ছিল না : কার্তিক

Last Updated:

দলকে চ্যাম্পিয়ন করে স্বভাবতই খুশি কার্তিক নিজেও ৷

#কলম্বো: শারজায় মিয়াঁদাদের স্মৃতি ফিরে এল রবিবার কলম্বোর প্রেমাদাসায় ৷ শেষ বলে ছক্কা মেরে নজির গড়লেন এবার এক ভারতীয় ব্যাটসম্যান ৷ তিনি দীনেশ কার্তিক ৷ প্রায় হারা ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতিয়ে কলম্বোর নায়ক তিনিই ৷ শেষ দু’ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪ রান ৷ সেই কঠিন টাস্কও অনায়াসে করলেন ডিকে ৷ শেষ বলে জয়ের জন্য পাঁচ রান ভারত করতে পারবে না, সেসম্পর্কে অনেকটাই নিশ্চিত ছিলেন বাংলাদেশি সমর্থকরাও ৷ কিন্তু সৌম্য সরকারের অফস্টাম্পের অনেকটাই বাইরে ফেলা বলও যে ওভাবে ওভার বাউন্ডারি মারা যায়, সেটা কার্তিকের শটটি না দেখলে বিশ্বাসই হবে না ৷
শেষ বলে ছক্কা মেরে কার্তিক ম্যাচ জেতানোর পরেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় ৷ কার্তিকের ইনিংস দেখে অভিভূত প্রত্যেকেই ৷ টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, ‘‘ কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছেন। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ৩৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’’
advertisement
advertisement
advertisement
দলকে চ্যাম্পিয়ন করে স্বভাবতই খুশি কার্তিক নিজেও ৷ ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘জেতার পরে সতীর্থদের উল্লাস দেখে আমি আপ্লুত। গোটা সিরিজ আমরা ভাল খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল না জিততে পারলে খুবই খারাপ লাগত। এই পিচে ব্যাট করা অতটা সহজ নয়। মুস্তাফিজুরের বোলিংকেও কিন্তু কৃতিত্ব দিতেই হবে। আমার লক্ষ্য ক্রিজে নেমে প্রত্যেকটা বলই মারা। সেটাই শেষপর্যন্ত করতে পেরেছি। নেটেও আমি এ ধরনের অনুশীলন করে আসছি। এই সুযোগ তো বারবার আসবে না। সেটা কাজে লাগাতে পেরে অসাধারণ লাগছে।’’
advertisement
কার্তিকের এই  ফর্ম দেখে কেকেআর সমর্থকদের খুশি হওয়াটাই স্বাভাবিক ৷ আইপিএল শুরুর আগেই ভাল একজন ম্যাচ ফিনিশারও যে পেয়ে গেল শাহরুখ খানের দল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিজে নেমে প্রত্যেক বলে মারা ছাড়া আর কোনও উপায় ছিল না : কার্তিক
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement