Suryakumar Yadav: সূর্য কুমারকে বিশ্বকাপের দলে না রাখলে চরম ভুল করবে ভারত! কার্তিকের সমর্থন স্কাইকে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সূর্য কুমারকে একদিনের বিশ্বকাপের দলে না ডাকলে চরম ভুল করবে ভারত। ওর পরিসংখ্যান দেখে ওকে বিচার করবেন না
চেন্নাই: যে সময় ভারতীয় সিনিয়র দলের জায়গা পাওয়া উচিত ছিল তার তুলনায় অনেক পরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্য কুমার যাদব। কিন্তু তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে একের পর এক দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। দেশ এবং বিদেশের মাঠে সেঞ্চুরি করেছেন। কিন্তু অদ্ভুত হলেও সত্যি সূর্য কুমার একদিনের ক্রিকেটে নিজের সেরা ছন্দ দেখাতে পারেনি। ২১ একদিনের ম্যাচ খেলে মাত্র ৪৩৩ রান করেছেন সূর্য।
সে কারণে তাকে আর একদিনের দলে নেওয়া হয় না। কিন্তু ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে সূর্য কুমারকে অবশ্যই দলে রাখা উচিত বলে মনে করেন দীনেশ কার্তিক। কার্তিক স্পষ্ট জানিয়েছেন সূর্য কুমারকে একদিনের বিশ্বকাপের দলে না ডাকলে চরম ভুল করবে ভারত। ওর পরিসংখ্যান দেখে ওকে বিচার করবেন না। ও স্পেশাল ট্যালেন্ট। একদিনের ক্রিকেটে খেলে দিলে বিপক্ষ বোলারদের হাত থেকে একাই ম্যাচ নিয়ে চলে যাবে।
advertisement
Good start to the new cycle 🇮🇳💪🧿 https://t.co/ADImrshVBu
— Surya Kumar Yadav (@surya_14kumar) July 25, 2023
advertisement
তাই ওকে অবশ্যই প্রথম দলে না রাখা হলেও স্কোয়াডে রাখা উচিত। পাশাপাশি কার্তিক মনে করেন ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপে এবার চাহালের একটা বিরাট ভূমিকা থাকবে। লেগ স্পিনার দেশের মাঠে বিপক্ষ দলকে চাপে ফেলার জন্য যথেষ্ট। তাছাড়া একজন লেগ স্পিনার সব সময় দলে থাকা প্রয়োজন।
advertisement
উইকেট রক্ষক হিসেবে ঈশান কিষণকে দেখতে চান কার্তিক। এর প্রধান কারণ তার বাহাতি হওয়া। জাদেজা ছাড়া ভারতের কাছে আর সেরকম বাঁহাতি নেই। পাকিস্তানের মত দল যাদের কাছে বিশ্বমানের বাঁহাতি ফাস্ট বোলার আছে, তাদের বিরুদ্ধে একজন টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান থাকা সব সময় অ্যাডভান্টেজ।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 4:02 PM IST