Home /News /sports /

IPL Auction 2021: একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন দীনেশ

IPL Auction 2021: একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন দীনেশ

Dinesh Karthik makes noise on twitter during IPL Auction 2021

Dinesh Karthik makes noise on twitter during IPL Auction 2021

বৃহস্পতিবার একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার-ব্যাটসম্যান৷ তাঁর 'সেন্স অফ হিউমর' মন জয় করে নিয়েছে৷

 • Share this:

  #চেন্নাই: দীনেশ কার্তিকের (Dinesh Karthik) নিজের শহর চেন্নাইয়ে বৃহস্পতিবার নিলামের আসর বসেছিল৷ বৃহস্পতিবার একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার-ব্যাটসম্যান৷ তাঁর 'সেন্স অফ হিউমর' মন জয় করে নিয়েছে৷

  দীনেশ এ দিন শুরুতেই একদম ফর্ম্যাল পোশাকে নিজের একটি ছবি ট্যুইট করলেন৷ নিজের শরীরি ভাষা দিয়ে মজা করে বোঝাতে চাইলেন যে, একজন করে প্লেয়ারকে দলে নেওয়ার পর মালিকদের শরীরি ভাষা কেমন থাকে!

  এখানেই শেষ নয়, দীনেশের হাস্যরস আরও একবার ফুটে উঠল অন্য ট্যুইটেও৷ এদিন ফাস্টবোলাররা কোটি কোটি টাকায় অন্য দলে গিয়েছেন৷ যা দেখে দীনেশের আক্ষেপ করলেন৷ তিনি বললেন, "মায়ের কথা শুনে ফাস্টবোলার হলেই ভাল হতো৷ বাবার কথা না শুনলেই ভাল হতো৷ বোঝাই যাচ্ছে মা'র দূরদূষ্টি ছিল৷"

  এদিন দীনেশ নতুন প্লেয়ারদেরও নিজের দলে স্বাগত জানিয়ে লিখেছেন কেকেআর-এর হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি৷
  Published by:Subhapam Saha
  First published:

  Tags: Dinesh Karthik, IPL Auction 2021

  পরবর্তী খবর