'আমি থামব না..' ডিভোর্সের পর আবার ধনশ্রীর পোস্ট, চাহালের সঙ্গে কি ফের ঝামেলা!

Last Updated:

Yuzvendra Chahal-Dhanashree Verma- এদিকে ধনশ্রীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নিজের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে তিনি বলেছেন, তিনি পরাজয় মেনে নেবেন না। তাঁকে কেউ থামাতে পারবে না।

News18
News18
কলকাতা: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা এবং ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল তাঁদের বিবাহবিচ্ছেদের খবরের কারণে দীর্ঘদিন ধরে শিরোনামে রয়েছেন। তবে তাঁরা দুজনই এখনও পর্যন্ত এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। কোনওরকম আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তাঁদের আইনজীবীরা বলছেন, বিষয়টি আদালতে বিচারাধীন। জানা যাচ্ছে, গত ১৮ মাস ধরে দুজনেই আলাদা থাকছেন।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধনশ্রী এরই মধ্যে যুজবেন্দ্রের কাছ থেকে ৬০ কোটি টাকা ভরণপোষণ দাবি করেছেন। কিন্তু ধনশ্রী এবং তাঁর পরিবার এই প্রতিবেদনগুলিকে মিথ্যে বলে দাবি করেছেন। এদিকে ধনশ্রীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নিজের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে তিনি বলেছেন, তিনি পরাজয় মেনে নেবেন না। তাঁকে কেউ থামাতে পারবে না।
advertisement
আরও পড়ুন- ‘বি’ গ্রুপ জমজমাট! আফগানিস্তান যাবে সেমিতে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলের বিদায়
ধনশ্রী আরও বলেছেন, এখন তিনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং নির্ভীক বোধ করছেন। মহাশিবরাত্রি উপলক্ষে তিনি তাঁর কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর কাজ করছেন। এর আগে ধনশ্রীর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল, ডিভোর্স-এর বেশিরভাগ খবরই নাকি মিথ্যে।
advertisement
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এত বড় অঙ্কের টাকা দাবি করা হয়নি। তিনি এই ধরনের মিথ্যে ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার বন্ধ করার জন্য সংবাদমাধ্যমের কাছে আহ্বান জানান। ২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রী এবং চাহালের বিয়ে হয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে তাদের সম্পর্কের তিক্ততার খবর বেরিয়ে আসতে শুরু করে। দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। ধনশ্রী তাঁর নাম থেকে ‘চাহাল’ সরিয়ে দিয়েছেন।
advertisement
আরও পড়ুন- আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে ধনশ্রীর সঙ্গে তার সমস্ত ছবি সরিয়ে ফেলেন চাহাল, যা বিবাহবিচ্ছেদের জল্পনাকে আরও জোরদার করে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আমি থামব না..' ডিভোর্সের পর আবার ধনশ্রীর পোস্ট, চাহালের সঙ্গে কি ফের ঝামেলা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement