কোচ দেশঁর পদত্যাগের দাবিতে উত্তাল ফ্রান্স

বেকার হতে পারেন দিদিয়ের দেশঁ। ইউরো হারের জেরে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হতে পারে তাঁকে।

  • Last Updated :
  • Share this:

    #প্যারিস: বেকার হতে পারেন দিদিয়ের দেশঁ। ইউরো হারের জেরে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হতে পারে তাঁকে। যদিও ফরাসি ফুটবল সংস্থার দাবি, এ সব সংবাদ মাধ্যমের অপপ্রচার। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনই এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

    ৩২ বছর পর ঘরের মাঠে ফাইনাল। হট ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামা। ১২০ মিনিট পর্যন্ত ছবির মতো ফুটবল উপহার দেওয়া। তারপরেও স্কোরলাইনে লেখা থাকবে পর্তুগাল ১ ফ্রান্স ০। এই স্কোরলাইনটাই এখন মেনে নিতে পারছেন না ফরাসিরা। দুষছেন গোটা দলকেই।

    এই ইউরোতে আগাগোড়া অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন গ্রিজম্যান, পায়েতরা। ফাইনাল হারলেও টুর্নামেন্টের সেরা তিনটি ব্যক্তিগত ট্রফি জিতেছেন গ্রিজম্যান, জিরু ও পায়েত। তারপরেও ফরাসি সংবাদমাধ্যমের তোপের মুখে কোচ দিদিয়ের দেশঁ। সরাসরি তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রশ্ন, রোনাল্ডোহীন পর্তুগালকে কব্জায় পেয়েও কেনও পায়েতকে ৫৬ মিনিটের মধ্যে তুলে নিতে হল ? কেন গ্রিজম্যানকে পিছনে থেকে খেলানোর সিদ্ধান্ত নিলেন দেশঁ। ফরাসি সংবাদমাধ্যমের তোলা প্রশ্নের উত্তর না দিলেও, ফুটবল সংস্থা কিন্তু কোচের পাশেই রয়েছে। সবমিলিয়ে দেশঁর পদত্যাগ দাবি উড়িয়ে দিয়ে সামনের দিকে তাকাতে চায় ফরাসি ফুটবল সংস্থা। টার্গেট দু’বছর পরের বিশ্বকাপ।

    First published:

    Tags: Didier Deschamps, Euro 2016, Euro 2016 Final, France, France Coach, ইউরো কাপ