হানিট্র্যাপের পাল্লায় পড়ে হাল খারাপ ক্রিকেটারের, অশ্লীল ভিডিও ভাইরাল করার ভয় দেখানো, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার ভৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের যে সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত মাসের ২৯ তারিখ রাজ্যে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন।
#কলকাতা: বাংলায় ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার। ক্রিকেটারের ঘনিষ্ট মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।
দিল্লির ক্রিকেটারের ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। ধৃত তিনজনকে আজ বারাসাত আদালতে তোলা হবে। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, রিশব চন্দ্র, শিবা সিংহ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করবে বাগুইআটি থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার ভৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের যে সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত মাসের ২৯ তারিখ রাজ্যে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে আসলে তাকে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় এবং তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
advertisement
আরও পড়ুন - মোবাইল স্ক্রিনেই শুধু আনন্দ নেই, ছোটদের আনন্দ দিতে ফের ফিরছে পুতুল নাচ, সুন্দর নাচের ভিডিও
তাঁর কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা সহ তার সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরও খবর, ওই ক্রিকেটারকে ধৃতরা একটি ডেটিং সাইটের মাধ্যমে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখিয়ে তারমধ্যে একজন যুবতীর সাথে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগতপুরে নিয়ে আসা হয়। এরপরে তার ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা।
advertisement
এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। শুধু ক্রিকেটার নয় এরা অনেক এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশ সূত্রে খবর।
Anup Chakraborty
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 11:53 AM IST