Lionel Messi in Kolkata: স্বপ্নভঙ্গ নয়, শনিবারের যুবভারতীতে স্বপ্নপূরণ! ফুটবলের ভগবানের স্পর্শ পেলেন তারকেশ্বরের দেবব্রতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে কাণ্ডই ঘটে যাক না কেন, সামনে থেকে ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে তাঁর জীবন ধন্য বলে জানিয়েছেন দেবব্রত৷
রানা কর্মকার, তারকেশ্বর: শনিবার যুবভারতীতে স্বপ্নভঙ্গ হয়েছে অনেকেরই৷ চড়া দামে টিকিট কেটে গিয়েও অধিকাংশ দর্শকই লিওনেল মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ৷ যদিও শনিবার সেই সল্টলেক লেক স্টেডিয়ামের সবুজ গালিচায় স্বপ্নপূরণ হয়েছে তারকেশ্বরের বাসিন্দা দেবব্রত নস্করের৷
গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি পা দেওয়ার আগে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি-র প্রদর্শনী ম্যাচ হয়৷ সেই ম্যাচের রেফারি ছিলেন দেবব্রত৷
সেই ম্যাচ শেষ হওয়ার পরই মাঠে ঢোকেন মেসি৷ প্রদর্শনী ম্যাচের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচের রেফারিদের সঙ্গেও করমর্দন করেন মেসি, সুয়ারেজ, ডি পলরা৷ সেই সুযোগ হাতছাড়া করেননি দেবব্রত৷ ফুটবলের উপরে মেসি এবং ডি পলের সই সংগ্রহ করে নেন তিনি৷
advertisement
advertisement
এর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হয় গন্ডগোল৷ মাঠের মধ্যে শুরু হয় বোতলবৃষ্টি৷ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই মাঠ ছাড়েন মেসি-ডি পলরা৷
তবে যে কাণ্ডই ঘটে যাক না কেন, সামনে থেকে ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে তাঁর জীবন ধন্য বলে জানিয়েছেন দেবব্রত৷ গত ১৩ বছর ধরে রেফারি হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে দেবব্রতর৷ জাতীয় স্তরের রেফারি তিনি৷
advertisement
সন্তোষ ট্রফি, বি সি রায় ট্রফি, কলকাতা ফুটবল লিগের ম্যাচও খেলিয়েছেন দেবব্রত৷ বিভিন্ন রাজ্যেও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলাতে যান তিনি৷ তবে শনিবার মাঠে যে ঘটনা ঘটেছিল তার জন্য কে দায়ী, সে বিষয়ে মুখ খুলতে চাননি দেবব্রত৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 5:39 PM IST








