আজ ইডেন টেস্টের শেষ দিন, ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা কম

Last Updated:

বিরাটদের লক্ষ্য, দ্রুত রান তুলে লঙ্কাকে চাপে ফেলা।

#কলকাতা: প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে রবিবার ভারতীয় ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিং। সেঞ্চুরি ফসকালেন শিখর ধাওয়ান। ইডেনে চতুর্থ দিনে ম্যাচে ফিরল ভারত। আবার খারাপ আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ খেলা। কিন্তু এখন যা অবস্থা, তাতে পঞ্চম দিনের দু’দলের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার সম্ভাবনা কম ৷ বিরাট কোনও অঘটন না ঘটলে এই টেস্ট ড্রয়ের দিকেই এখন এগোচ্ছে ৷
advertisement
এখনও পর্যন্ত সাড়ে ৩৯ ওভার ব্যাট করে দ্বিতীয় ইনিংসে কোহলিরা ১ উইকেটে ১৭১। লিড ৪৯ রানের। রবিবার টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ১৬৫-তে শুরু করে ২৯৪-তে শেষ লঙ্কা। শামি-ভুবির দাপটে একসময় ১০০ রানের লিডও দূরঅস্ত মনে হচ্ছিল। লিডটা ১২২-এ পৌঁছে দেয় ব্যাটসম্যান হেরাথের ৬৭। ৪টে করে উইকেট নেন ভুবি-শামি। জবাবে শুরু থেকেই একদিনের মেজাজে শুরু ধাওয়ান-রাহুলের। দাগ কাটতে পারলেন না শনাকা-লকমল। ৯৪ করে সেঞ্চুরি ফসকেছেন। কিন্তু এখনও ম্যাচে নিষ্পত্তির আশা দেখছেন গব্বর। ৭৩-এ অবিচল রাহুল। সঙ্গে ক্রিজে পূজারা। বিরাটদের লক্ষ্য, দ্রুত রান তুলে লঙ্কাকে চাপে ফেলা। আর শুরু থেকেই ভারতকে চাপে ফেলতে মরিয়া চান্দিমলরাও।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
আজ ইডেন টেস্টের শেষ দিন, ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা কম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement