ডেভিস কাপ টাই সন্ধ্যেবেলা পেয়ে খুশি নাদাল
Last Updated:
নিজের টাই সন্ধ্যাবেলা পড়ায় খুশি নাদাল ৷
#নয়াদিল্লি: ডেভিস কাপ খেলতে সোমবার সকালেই ভারতে পা রেখেছেন রাফায়েল নাদাল ৷ তাঁর দল স্পেনের তুলনায় প্রতিপক্ষ দল অনেকই সহজ ৷ তাও ডেভিস কাপ টাই নিয়ে এখন যথেষ্ট সিরিয়াস প্রাক্তন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ও তাঁর দল স্পেন ৷
ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ থেকে দু’বছর আগে ছিটকে যেতে হয়েছিল স্পেনকে ৷ তাই নিজেদের পুরোনো আসন ফিরে পেতে এখন মরিয়া স্প্যানিশরা ৷ লিয়েন্ডার-বোপান্নারাও অবশ্য এখন জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন ৷ ভারতীয় দলকে হাল্কাভাবেও নিচ্ছে না স্প্যানিশ আর্মাডা ৷ বরং নিজের টাই সন্ধ্যাবেলা পড়ায় খুশি নাদাল ৷ তিনি বলেন, ‘‘দেশের মাটিতে ভারত মোটেই সহজ প্রতিপক্ষ হবে না। প্লে অফ টাই যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি আমরা। পরিবেশ বেশ আর্দ্র। কিন্তু এই পরিবেশের সঙ্গেই মানাতে হবে। তাই ম্যাচ সন্ধেতে হওয়াটা খুব দরকার ছিল।’’
advertisement
নাদালরা স্বস্তিতে থাকলেও এই টাইয়ের সময় নিয়ে ইতিমধ্যেই ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনকে তোপ দেগেছেন ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন আনন্দ অমৃতরাজ। নিজের দেশেও কেন ভারতীয় দল অ্যাডভান্টেজ পাবে না, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ গরম-আর্দ্র পরিবেশে দুপুরে ম্যাচ পড়লে নাদালকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত বলে মনে করছেন একাংশ ৷ এব্যাপারে এখন একমত স্বয়ং নাদালও ৷ তাই অমৃতরাজ যে ভুল বলেননি, সেবিষয়টি এখন আরও নিশ্চিত ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2016 10:05 AM IST