Pakistan vs Australia : পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের ছাড়াই সাদা বলের সিরিজ খেলবে অজিরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
David Warner along with Pat Cummins and Glenn Maxwell rested in limited over series against Pakistan. একদিনের এবং টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে নেই ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা
#লাহোর: ২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়া আগেই নিশ্চিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে অজিরা। আসন্ন পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে এক ঝাঁক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া বিয়ের জন্য ছুটি দেওয়া হয়েছে মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। দলের তিন নিয়মিত পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড এবং দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলবে অসিরা।
যার সুবাদে প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলার সুযোগ তৈরি হয়েছে ট্রাভিস হেডের সামনে। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ খেলার পর এবার ওয়ানডে অভিষেকের সম্ভাবনা রয়েছে জশ ইংলিসের। তিন তারকা পেসারের অনুপস্থিতিতে সাদা বলের দুই সিরিজে পেস আক্রমণ সামলাবেন শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ এবং নাথান এলিস। পাশাপাশি পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওপরেও থাকবে বাড়তি দায়িত্ব।
advertisement
advertisement
বিশ্রাম পাওয়া ক্রিকেটারদের মধ্যে যাদের আইপিএল চুক্তি রয়েছে, তারা সবাই টেস্ট সিরিজ খেলেই চলে যাবে ভারতে। তবে শুরু থেকেই খেলতে পারবে না আইপিএলে। তাদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে ৬ এপ্রিল পর্যন্ত। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির শর্ত হল, চুক্তিভুক্ত কোনো খেলোয়াড় জাতীয় দলের খেলার সময় অন্য কোনো লিগে খেলতে পারবে না। তাই টেস্ট সিরিজ শেষে ভারতে গিয়ে নিজেদের কোয়ারেন্টাইন পর্ব শেষ করবেন কামিন্স, ওয়ার্নার, হ্যাজলউডরা।
advertisement
ICYMI: Australia have named their squad for three ODIs and one T20 against Pakistan #PAKvAUS See the full details here: https://t.co/LYj33si8de pic.twitter.com/fM8ykVieHR
— cricket.com.au (@cricketcomau) February 22, 2022
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা অ্যাবট, এলিস, বেহরেনডর্ফ, মিচেল মার্শ এবং মার্কাস স্টয়নিসেরও আছে আইপিএল চুক্তি। তারা ৫ এপ্রিলের পর যাবে ভারত। এরপর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১২ এপ্রিল থেকে খেলতে পারবে আইপিএল। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ।
advertisement
পরের দুই ম্যাচ হবে ১২ ও ২১ মার্চ থেকে। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল তারিখে। সবশেষ ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে এই সুযোগে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া যাবে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 5:35 PM IST