স্লোয়ার বলে তাকে বোল্ড করলেন হর্ষল প্যাটেল। কুইন্টন ডি কককে (২২) ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। কিন্তু ডেভিড মিলার এবং ভ্যান দুসেন মিলে জারি রেখেছিল দক্ষিণ আফ্রিকার দুরন্ত লড়াই। মিলার কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ পাওয়া গিয়েছিল এবারের আইপিএলে। তাই দুশর ওপরে রান করেও স্বস্তি ছিল না ভারতের। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মিলার। আবেশ খান, চাহালরা বুঝতে পারছিলেন না তাকে কোথায় বল করবেন। অনেকক্ষণ পর নিজের টাইমিং খুঁজে পেলেন ভ্যান দের দুসেন। ১৭ ওভারে হর্ষল প্যাটেলকে পিটিয়ে ২২ রান নিলেন। শেষ তিন ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩৪ রান। মিলার এদিন ম্যাচ জিতিয়ে ফিরবেন ঠিক করে নেমেছিলেন। এই ম্যাচের পর এটুকু পরিষ্কার ভারতীয় দলের ব্যাটিং শক্তিশালী হলেও, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া বোলিং নিয়ে কতটা ভরসা করা যায় তার নিশ্চয়তা নেই। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটাই ছিল সেরা টি টোয়েন্টি রান তাড়া করে জয়।🚨 RESULT | #Proteas WIN BY 7 WICKETS An incredible unbeaten 131-run partnership between David Miller (64*) and Rassie van der Dussen (75*) saw the #Proteas break the record books in Delhi to go 1-0 up in the 5-match T20I series#INDvSA #BePartOfIt pic.twitter.com/iYnibtADS1
— Cricket South Africa (@OfficialCSA) June 9, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: David Miller, IND vs SA