Mohammedan Sporting: মহমেডানের কঠিন জয় কলকাতা লিগে, ডেভিডের জোড়া গোলে হারল কালীঘাট
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সুপার সিক্স প্রায় অনেকটাই নিশ্চিত করে ফেলল সাদা কালো। জোড়া গোল করে এবারের লিগে মোট ১০ টি গোল হয়ে গেল ডেভিডের
মহমেডান স্পোর্টিং – ৩
( বিকাশ, ডেভিড – ২)
কালীঘাট – ২
advertisement
( অসিত, সুরজিৎ)
কলকাতা: দুদিন আগেই কলকাতা প্রিমিয়ার লিগে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে বড় জয় পেয়েছিল মহমেডান স্পোর্টিং। কোচ মেহেরাজকে ছেড়ে দিয়ে খুব একটা ক্ষতি হয়েছে মহমেডানের বলা যাবে না। দিপেন্দু বিশ্বাস ফুটবল সচিব হলেও তিনি দারুণভাবে দলটাকে চালাচ্ছেন। আসলে নিজে বড় খেলোয়াড় ছিলেন বলে তার ম্যাচ রিডিং খুব ভাল। শনিবার অবশ্যই নিজেদের মাঠে কালীঘাটের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল মহমেডান।
advertisement
১৪ মিনিটের মাথায় অসিত হেমব্রম গোল করে চাপ বাড়িয়ে দিয়েছিলেন সাদা কালো ব্রিগেডের। কিন্তু এরপরেই দুরন্ত কামব্যাক ব্ল্যাক প্যান্থারদের। প্রথমে বিকাশ এবং তারপর দুটো গোল করলেন ডেভিড। প্রথম ৪৫ মিনিটে ৩-১ করে দিল মহমেডান। কালীঘাটের কাছে তাদের আটকানোর কোনও জবাব ছিল না। বিশেষ করে বিকাশ এবং তন্ময় দুর্ধর্ষ ফুটবল খেললেন।
advertisement
FT | Eight wins in nine matches propel us to the top of the points table! ⚽🔝🌟
As we sit atop the points table, let’s continue to define excellence on the field. 💪#JaanJaanMohammedan #BlackAndWhiteBrigade #CFL2023 #IndianFootball pic.twitter.com/6lo7PSFfIW
— Mohammedan SC (@MohammedanSC) August 26, 2023
advertisement
আর ডেভিড লাললানসংঘা মনিপুরের তরুণ স্ট্রাইকার যেন এবারের লিগে স্বর্ণাক্ষরে লিখে রাখছেন নিজের নাম। বহুদিন পর এমন গোলের গন্ধ পাওয়া স্ট্রাইকার পাওয়া গিয়েছে ভারতীয় ফুটবলে।কিন্তু সেকেন্ড হাফ শুরু হতেই খেলায় আবার ফিরে এল কালীঘাট। মিডফিল্ড এতক্ষণ দখলে রাখলেও ধীরে ধীরে হারিয়ে গেল মহমেডানের দাপট।
৮০ মিনিটে কালীঘাটের হয়ে ব্যবধান কমালেন সুরজিৎ হালদার। তাকে বল বাড়িয়ে ছিলেন অরূপ মন্ডল। মনে হচ্ছিল শেষ পর্যন্ত বোধহয় খেলাটা ড্র হয়ে যাবে। দুটো পরিবর্তন করল মহমেডান। সামাদ এবং অঙ্গুকে নিয়ে আসা হল। তবে এতে বিশেষ কিছু লাভ হয়নি। উল্টে বিকাশ এবং রেমসঙ্গাকে তুলে নেওয়ার কারণে খেলায় ফিরতে সুবিধা হল কালীঘাটের।
advertisement
শেষ পর্যন্ত অবশ্য বিপদ ঘটেনি। সহজ ম্যাচ কঠিন করে জিতল মহমেডান। ২৪ পয়েন্ট হয়ে গেল তাদের। সুপার সিক্স প্রায় অনেকটাই নিশ্চিত করে ফেলল সাদা কালো। জোড়া গোল করে এবারের লিগে মোট ১০ টি গোল হয়ে গেল ডেভিডের। ম্যাচের সেরা এই ডেভিড।দিপেন্দু মেনে নিলেন সেকেন্ড হাফ তার ছেলেরা নিজেদের সেরা খেলা খেলতে পারেনি। তবে শেষ পর্যন্ত জয় এবং তিন পয়েন্ট পাওয়ায় খুশি সাদা কালো সমর্থকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 5:36 PM IST