ভারতের কোচ ভেত্তোরি ?

ভারতের নতুন কোচ ড্যানিয়েল ভিত্তোরি ? প্রথমে অস্বীকার করলেও পরে তা স্বীকার করছে বোর্ডের একটি সূত্র। ওই সূত্রে দাবি, কোচের পদে ভিত্তোরির নাম প্রস্তাব করেছেন খোদ টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মেন ইন ব্লু’দের পরবর্তী কোচ কি ড্যানিয়েল ভেত্তোরি ?  এমন সম্ভাবনার কথা প্রথমে অস্বীকার করলেও পরে তা মেনে নিয়েছে বোর্ডের একটি সূত্র ৷ ভেত্তোরিকে কোচ হিসেবে চাইছেন খোদ ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনিই বোর্ডকে নিউজিল্যান্ডের প্রাক্তন এই বাঁ-হাতি স্পিনারকে ভারতের কোচের পদে প্রস্তাব দিয়েছেন বলে ওই সূত্রের দাবি ৷

    First published:

    Tags: Daniel Vettori, India Coach, Men In Blue, New Zealand, Virat Kohli