কাঁধের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন স্টেইন, তাঁর পরিবর্ত কে ? দেখে নিন
Last Updated:
#সাউদাম্পটন: দক্ষিণ আফ্রিকা দলের জন্য বিরাট ধাক্কা ৷ শুধুমাত্র দু’-তিনটে ম্যাচের জন্য নয় ৷ গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ডেল স্টেইন ৷ তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে বিউরান হেনড্রিকসকে ৷
বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলার বিষয় অনিশ্চিত ছিলেন স্টেইন ৷ শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় গোটা টুর্নামেন্টেই আর পাওয়া যাবে না স্টেইনকে ৷
ওভালে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও হেরে এখন বেশ চাপে দক্ষিণ আফ্রিকা। বুধবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে দিশেহারা প্রোটিয়া শিবির। শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লুঙ্গি এনগিডি। তিনিও আপাতত দশদিন মাঠের বাইরে।
advertisement
advertisement
#BreakingNews Dale Steyn out of the ICC Men’s Cricket World Cup, with Beuran Hendricks to replace him. More to follow. #CWC19 pic.twitter.com/vZLZWj6kw4
— Cricket South Africa (@OfficialCSA) June 4, 2019
নেটে বল করলেও, এখনও ম্যাচ ফিট নন স্টেইনগান। তবে চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে ফিরতে পারেন হাশিম আমলা। বাংলাদেশের বিরুদ্ধে একশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন ইমরান তাহির। কিন্তু ৯৯ রকম সমস্যার মধ্যে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। প্রথম দু’ম্যাচে ‘এ’ এবং ‘বি’ প্ল্যান খাটেনি। তাই এবার সি থেকে জেড পর্যন্ত পরিকল্পনা সাজাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক। কালিস থেকে ডোনাল্ড সবার পরামর্শ, মাথা ঠান্ডা রেখে ভারতকে সামলাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2019 5:37 PM IST