দাদা-বৌদি বিরিয়ানির 'আসল' দাদা-বৌদি কে? রহস্য ফাঁস করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Dada Boudi Biryani: কীভাবে দাদা-বৌদির বিরিয়ানি এত জনপ্রিয় হল, কত কেজি চালের বিরিয়ানি রান্না হয় রোজ। সৌরভের দাদাগিরি অনুষ্ঠানে এসে জানিয়ে গেলেন ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির আসল দাদা বৌদি।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরিয়ানি প্রেমের কথা তো প্রায় সকলেরই জানা। যখন তিনি খেলতেন, তখন ফিটনেস ইস্যুর জন্য সেভাবে বিরিয়ানি খেতে পারতেন না। আর এখন তো মহারাজের স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে। ফলে এখনও তাঁর প্রিয় বিরিয়ানি সেভাবে পেট ভরে খাওয়া হয় না।
সৌরভ নিজেও বহুবার স্বীকার করেছেন, বিরিয়ানি তাঁর প্রিয় খাবার। তবে এখন বিরিয়ানি স্রেফ চেখে দেখা ছাড়া তাঁর আর কোনও উপায় সেভাবে নেই। তবে চোখের সামনে দাদা-বৌদির বিরিয়ানি থাকলে সৌরভের মতো বিরিয়ানি প্রেমী কি আর লোভ সম্বরণ করতে পারেন!
দাদাগিরির মঞ্চে প্রতি এপিসোডেই কিছু নতুন চমক থাকে। কখনও সেই চমক দেখে হা হয়ে যান খোদ সৌরভও। এবারও ঠিক তেমনটাই হল। দাদাগিরির মঞ্চে এবার হাজির দাদা-বৌদি বিরিয়ানির স্রষ্টা। তাঁদের সামনে পেয়ে আপ্লুত সৌরভও।
advertisement
advertisement
আরও পড়ুন- Rinku Singh: দুঃখের দিন শেষ! এবার বাবাকে বড় উপহার দিচ্ছেন রিঙ্কু সিং
ব্যারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির স্বাদ পছন্দ করেন অনেকেই। সারা দেশে নামডাক এই বিরিয়ানির। তবে এই বিরিয়ানির আসল কারিগর কারা, তা জানেন না হয়তো অনেকেই। এবার দাদাগিরির মঞ্চে সৌরভের সঙ্গে দেখা গেল দাদা-বৌদির বিরিয়ানির আসল স্রষ্টাকে।
দাদাগিরি ১০ -এ এক এপিসোডে দেখা গেল দাদা-বৌদি বিরিয়ানির স্রষ্টা ধীরেনবাবু ও তাঁর স্ত্রী সন্ধ্যাদেবীকে। প্রথমদিকে ৩ কেজির চালের বিরিয়ানি বানিয়ে তা বিক্রি হত। এখন সেখানে রোজ দেড় হাজার কেজি চালের বিরিয়ানি তৈরি হয়। সেই গল্প সৌরভের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন- গব্বরের চোখে জল! ‘ওকে শেষবার দেখেছি পাঁচ মাস হয়ে গেল’, মন খারাপ শিখরের
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন দাদা-বৌদির বিরিয়ানি চেখেও দেখেন। উল্লেখ্য, প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয় দাদাগিরি সিজন ১০-এর এপিসোড। রাত সাড়ে ৯টা থেকে।
বাংলা খবর/ খবর/খেলা/
দাদা-বৌদি বিরিয়ানির 'আসল' দাদা-বৌদি কে? রহস্য ফাঁস করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement