#লন্ডন: ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী দল হয়েছে৷ দ্বাদশ বিশ্বকাপে তাদের কাপ জয়ের চাহিদা পূরণ হয়েছে ৷ সুপার ওভারের শেষে জয় যখন নিশ্চিত হয়ে যায় তখন বাঁধনহারা আনন্দে মাতোয়ারা হয়ে যান সব ক্রিকেটাররা ৷ ইয়ন মর্গ্যানের ছেলেরা চার বেশি মারার নিরিখে বিশ্বকাপ খেতাব ঘরে তোলে ৷
লর্ডসের সর্বত্রই তখন উন্মাদনা ৷ মেডেল পরানো থেকে কাপ হাতে পাওয়া প্রতিটা মুহূর্তই চুটিয়ে উপভোগ করছিলেন ক্রিকেটাররা ৷ তবে জনি বেয়ারেস্তো মাঠে শ্যাম্পেনের বোতল খুলতেই সরে গেলেন দুই ইংরেজ ক্রিকেটার ৷
তাঁরা হলেন মোয়েন আলি, আদিল রাশিদ ৷ তাঁরা দু'জনেই ইসলাম ধর্মাবলম্বী ৷ তাঁদের ধর্মে এই ধরণের সুরার কাছাকাছি আসাও নিষিদ্ধ ৷ তাই তাঁরা সরে গিয়েছিলেন সেলিব্রেশন থেকে ৷
/p>
Omg I’m laughing so much Pree Moeen Ali & Rashids facial reaction to the champagne celebrationReal Muslim brotherspic.twitter.com/Hydv5qXLKN
— Haider Ali (@HaiderAkhtar1) July 14, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।