• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #CWC2019: হাতে ব্যান্ডেজ বেঁধেই রিহ্যাব শুরু, বিশ্বকাপে খেলতে মরিয়া ধাওয়ান, দেখুন ভিডিও

#CWC2019: হাতে ব্যান্ডেজ বেঁধেই রিহ্যাব শুরু, বিশ্বকাপে খেলতে মরিয়া ধাওয়ান, দেখুন ভিডিও

Photo Courtesy- Instagram Video Grab

Photo Courtesy- Instagram Video Grab

 • Share this:

  #ম্যাঞ্চেস্টার : দলের সঙ্গে রয়েছেন তবু দলের সঙ্গে নয় , এই অবস্থায় নিজের রিহ্যাবে জোর দিলেন  শিখর ধাওয়ান ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ১১৭ রান করেছিলেন  ৷ তারপরেই আর ফিল্ডিংয়ের সময়েও নামতে পারেননি তিনি ৷ দলের অনুশীলনের সময় ব্যান্ডেজ বাঁধা হাত নিয়েও মাঠে এসেছিলেন ৷

  তবে এবার শুরু করে দিলেন রিহ্যাব প্রক্রিয়া ৷ নিজের কঠিনতম রিহ্যাবের ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান ৷ গব্বর সিং এতে লিখেছেন , ‘এই অবস্থাকে নিজের দু্ঃস্বপ্ন বানাও বা এটাকে ফিরে দাঁড়ানোর মঞ্চ হিসেবেও ব্যবহার করতে পারেন ৷ আমার অরোগ্য কামনা করে যাঁরা প্রার্থনা করছেন তাঁদের ধন্যবাদ ৷ ’

  আরও দেখুন
  First published: