#CWC2019: সুখবর!চোট কমার ইঙ্গিত, ইন্ডোরে বোলিং করলেন ভুবনেশ্বর কুমার, দেখুন
Last Updated:
#ম্যাঞ্চেস্টার : একদিন আগেই ইংল্যান্ডে মেন ইন ব্লু-র শিবিরে যোগ দিয়েছেন নভদীপ সাইনি। বিশ্বকাপের রিজার্ভ পুলে রাখা হয়েছিল তাঁকে ৷ এই ঘটনা ঘটার পরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি চোট বড়সড় ভুবনেশ্বর কুমারের ৷
ইনডোরে বোলিং অনুশীলন করলেন ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁর আগে মঙ্গলবার ইনডোর নেট সেশনে ভুবির বল করাটা যথেষ্ট স্বস্তিদায়ক টিম ইন্ডিয়ার কাছে। ছোট রান আপে বল করেছেন ভুবি। তাঁর উপর কড়া নজর রাখছিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ভুবির পায়ে কোনও ব্যান্ডেজ এদিন ছিল না।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ভুবনেশ্বর কুমারকে ৷ সেই ম্যাচে মাত্র ২.৪ ওভার বল করতে পেরেছিলেন তিনি ৷
advertisement
advertisement
আফগান ম্যাচ খেলেননি। সামি সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভুবির খেলার সম্ভাবনা প্রায় নেই। তবে তিনি যে সুস্থ হচ্ছেন, তার ইঙ্গিত মিলল। চোটের জন্য ইতিমধ্যেই শিখর ধাওয়ান ছিটকে গেছেন। ভুবিও ছিটকে গেলে চাপে পড়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে।
তিন পেসার নিয়ে খেলতে এসেছে ভারত। সামি, ভুবি ও বুমরা। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্কর রয়েছেন। তবে বিজয়ের বলে গতি বেশি নয়। ভুবির সুস্থ হওয়াটা তাই খুব জরুরী। নভদীপ সাইনিকে ইতিমধ্যেই নেট বোলার হিসেবে উড়িয়ে আনা হয়েছে। তার ঠিক একদিন পরেই ইনডোরে বোলিং করলেন ভুবি।
advertisement
#WATCH Indian fast bowler Bhuvneshwar Kumar practices during an indoor practice session in Manchester, UK. #CWC19 pic.twitter.com/n44doXfZA5
— ANI (@ANI) June 25, 2019
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2019 9:18 PM IST