CWC 2019: টিম ইন্ডিয়ার স্পেশ্যাল ফ্যানকে প্রথম আবিষ্কার করেন সৌরভই, মুহূর্তে ভাইরাল ঠাকুমা
Last Updated:
#বার্মিংহ্যাম: মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার দিন মাঠে এবং মাঠের বাইরে সকলের মন জয় করলেন, একজন ৮৭ বছরের ঠাকুমা ৷ নাম তাঁর চারুলতা প্যাটেল ৷ গ্যালারিতে হুইলচেয়ারে বসে যেভাবে তিনি গোটা ম্যাচ জুড়ে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটালেন, তাতে মুগ্ধ প্রত্যেকেই ৷ ম্যাচ শেষে তাঁর সঙ্গে গিয়ে আলাদা করে দেখা করে আসেন অধিনায়ক কোহলি এবং ম্যাচের সেরা রোহিত শর্মাও ৷
It's all going India's way now.
Make sure to follow #BANvIND on the #CWC19 app APPLE https://t.co/whJQyCahHr ANDROID https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/VJsRHij8SZ — Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
মঙ্গলবার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই গ্যালারিতে হুইলচেয়ারে বসে থাকা চারুলতাকে প্রথম আবিষ্কার করেন। তার কিছুক্ষণের মধ্যেই বাঁশি হাতে ৮৭ বছরের বৃদ্ধার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ চারুলতার ভেঁপু বাজানোর ছবি পোস্ট করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। গ্যালারিতে পাশে বসে থাকা দর্শকরাও চারুলতা দেবীর সঙ্গে সেলফি-গ্রুফি তুলতেই ব্যস্ত ছিলেন ৷ গোটা গ্যালারি একাই মাতিয়ে রেখেছিলেন টিম ইন্ডিয়ার এই স্পেশ্যাল ফ্যান ৷
advertisement
advertisement
You've got to love this passion!#TeamIndia | #BANvIND | #CWC19 pic.twitter.com/v1BHcWB7Lx
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2019 9:17 AM IST