CWC 2019: ‘পেসের দেশ ভারত...’ ম্যাঞ্চেস্টারে শামিদের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তনরা

Last Updated:
#ম্যাঞ্চেস্টার: পেসের দেশ ভারত। ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজ বধের পর স্বীকার করছেন মাইকেল হোল্ডিং। বিশপ-আক্রমদের মতে, বারুদ রয়েছে বিরাটের এই ভারতীয় দলে।
১২৫ রানের বিরাট জয়। আর এক পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত। এই টুকরো পরিসংখ্যানকে ছাপিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে উঠে এল একটাই কথা, ভারত পেসারদের দেশ। ভাবা যায় ! আবার বলছেন কে ? বক্তার নাম মাইকেল হোল্ডিং। যিনি মুগ্ধ শামির ডেডলি ডেলিভারিতে। বিশেষ করে হোপের আউটের পর হোল্ডিং মেনে নিয়েছেন, গত দশ বছরে বিশ্ব ক্রিকেটে নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছে ভারত।
advertisement
এজবাস্টনের পর ওল্ড ট্র্যাফোর্ড। এক অন্য গতিতে রয়েছেন মহম্মদ শামি। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের, তা কাজে লাগিয়েছেন। বলছেন শামি ৷ রবিবার লর্ডসে প্রতিপক্ষ ইংল্যান্ড। আর এক পয়েন্ট পেলেই শেষ চারে ভারত। তার আগে ১৩০ কোটির দেশ মজে থাকতে চান মাহি ম্যাজিকে।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: ‘পেসের দেশ ভারত...’ ম্যাঞ্চেস্টারে শামিদের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement