কটক কাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Last Updated:
সংগঠকরা যে ভাবে পরিস্থিতি সামলেছেন তাতে অখুশি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাই ভারত-দক্ষিণ আফ্রিকার সোমবারের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মু্খ্যমন্ত্রী।
#কটক: সংগঠকরা যে ভাবে পরিস্থিতি সামলেছেন তাতে অখুশি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাই ভারত-দক্ষিণ আফ্রিকার সোমবারের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মু্খ্যমন্ত্রী। এ দিন মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক মাসের মধ্যে দর্শকদের মাঠে জলের বোতল ছোড়ার ঘটনার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।’’ বরাবাটি স্টেডিয়ামে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ওড়িশা ক্রিকেট সংস্থা আর পুলিশকে সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2015 8:48 AM IST