Ambati Rayudu, CSK : অবসর নিচ্ছি, লিখে আবার পোস্ট ডিলিট! ধোনির দলের ক্রিকেটারের আজব কান্ড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
CSK Ambati Rayudu posts IPL retirement message but deletes it. অবসর নিচ্ছি, লিখে আবার পোস্ট ডিলিট! ধোনির দলের ক্রিকেটারের আজব কান্ড
#চেন্নাই: যত কান্ড চেন্নাইতে। রবীন্দ্র জাদেজার সোশ্যাল মিডিয়ায় সিএসকেকে আনফলো করার পর এবার চমক দিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বতি রায়ডু। আইপিএলের মাঝেই অবসরের কথা ঘোষণা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বতি রায়ডু। তিনি জানান, এবারই শেষ। এই মরসুমের পরে আর আইপিএল খেলবেন না। যদিও এই ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেলেন তিনি।
তার পরেই শুরু হয়েছে বিতর্ক। কেন টুইট মুছলেন রায়ডু। তার পিছনে কি অন্য কোনও কারণ রয়েছে। টুইট করে নিজের অবসরের কথা জানান রায়ডু। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ। ১৫ মিনিটের মধ্যে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি।
advertisement
advertisement
Ambati Rayudu Announced his Retirement from the IPL.this will be his last Year.He was an integral part of MI & CSK for 13 years, playing some extraordinary knocks and always living ain the shadows of bigger Stars.Happy Retirement legend @RayuduAmbati ❤️ @ChennaiIPL #ambatirayudu pic.twitter.com/GMd2STkpkO
— Karthik (@Kartto7) May 14, 2022
advertisement
এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়ডু যে এভাবে মরসুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।
advertisement
এই মরসুমে ১২৪ স্ট্রাইক রেটে ২৭১ রান করেছেন রায়ডু। তবে তাঁর ফিটনেস সমস্যা করেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসে শেষ দিকে হাঁফাচ্ছিলেন তিনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ডান হাতে একটি চোট রয়েছে রায়ডুর। চোটের কারণেই তিনি হঠাৎ অবসরের ঘোষণা করলেন কিনা তা অবশ্য নিশ্চিত নয়।
আইপিএলে এখনও পর্যন্ত ১৮৭ ম্যাচে ৪১৮৭ রান করেছেন রায়ডু। ২০১৯ সালে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়ডু। যদিও পরে ফের আইপিএলে ফেরেন তিনি। তবে হঠাৎ কেন রায়ডু এমন কাণ্ড ঘটালেন তার ব্যাখ্যা পাওয়া যায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 4:34 PM IST