Cristiano Ronaldo: 'রেকর্ড আমার পিছনে ছোটে', ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে হুঙ্কার রোনাল্ডোর

Last Updated:

Cristiano Ronaldo: দীর্ঘ কেরিয়ারে আরও এক মাইলস্টোন ছুঁলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলিয়ে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন সিআরসেভেন।

২১ বছর ফুটবল কেরিয়ার। স্পোর্টিং লিসবন থেকে শুরু বর্তমানে খেলছেন আল নাসেরে। দীর্ঘ কেরিয়ারে আরও এক মাইলস্টোন ছুঁলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলিয়ে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন সিআরসেভেন।
উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। সেই ম্যাচেই নিজের কেরিয়ারের ৯০০তম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল করার পর আবেগে ভেসে যান তিনি। নুনো মেন্দেসের ক্রস থেকে ভলিতে গোল করেন রোনাল্ডো। ম্যাচে ২-১ গোল জেতে পর্তুগাল।
গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ‘সিউ’ সেলিব্রেশন করতে দেখা যায়। কিন্তু এদিন ৯০০তম গোল করার পর আবেগ সামলাতে পারেননি ফুটবল মহাতারকা।গোল করে রোনাল্ডো মুখ ঢেকে হাঁটু মুড়ে বসে পড়েন। একইসঙ্গে জাতীয় দলের জার্সি গায়েও ১১৩ নম্বর গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
advertisement
গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন,”আমি রেকর্ডের পিছনে দৌড়ই না, রেকর্ড আমার পিছনে ছোটে। আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম এক দিন পৌঁছে যাব।” এখনই থামতে রাজি নয় বলেও ইঙ্গিত দিয়েছেন রোনাল্ডো।
advertisement
প্রসঙ্গত, নিজের ফুটবল কেরিয়ার স্পোর্টিং লিসবন থেকে শুরু করেছিলেন। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে বর্তমানে আল নাসেরে খেলছেন। ইপিএল, লা লিগা, সিরি আঁ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো জেতার পাশাপাশি ঝুলিতে রয়েছে ৬টি ব্যালন ডি’অর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: 'রেকর্ড আমার পিছনে ছোটে', ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে হুঙ্কার রোনাল্ডোর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement