Cristiano Ronaldo: রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক সৌদি আরবে! বিরাট জয় পেল পর্তুগিজ তারকার নতুন ক্লাব
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
রোনালদো বলেছেন, সৌদি আরবে আমার আনন্দের কোনো সীমা নেই। আমার দৃঢ় বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত
রিয়াদ: তার কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। শেষ বিশ্বকাপে মেসি যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন চোখের জলে ব্যর্থ হয়ে পর্তুগালের জার্সিতে বিদায় নিতে হয়েছিল তাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন সৌদি আরবে খেলতে গেলেন, অনেকেই বলেছিলেন ইউরোপের কেউ তাকে নেয়নি, তাই বাধ্য হয়ে গেছে। সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেই তো নিয়ে আসা হয়েছে তাঁকে!
সেই চাপই হয়তো ভেতরে-ভেতরে তাতিয়ে দিয়েছিল রোনালদোকে, যার পুরো ঝড় গেল আল ফাতেহর ওপর। আল নাসরের কাছে ৫-০ গোলে উড়ে গেছে তারা। আল নাসরের এই জয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো। এটি রোনালদোর ক্যারিয়ারে ৬৩তম এবং চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে ম্যাচে শেষে অবশ্য কৃতিত্বটা পুরো দলকেই দিয়েছেন রোনালদো।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি অসাধারণ ফুটবল খেলেছেন সাদিও মানে, ওটাভিওরা। রোনালদোর হাত ধরেই মূলত জেগে উঠেছে সৌদি ফুটবল। বিশ্বের সেরা তারকাদের অনেকেই তাঁর পথ–পদছাপ অনুসরণ করে এখন সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন, যা লিগটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো বলেছেন, সৌদি আরবে আমার আনন্দের কোনো সীমা নেই।
আমার দৃঢ় বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই অনুভূতি আমি গত বছরই ব্যক্ত করেছিলাম। অসাধারণ সব প্রতিভা এই লিগের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর সাক্ষী হওয়া দারুণ ব্যাপার! রোনাল্ডো বলেছেন তিনি আশাবাদী তার এই হ্যাটট্রিক এবং দলের জয় আল নাসরকে আরও শক্তিশালী করে তুলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 11:55 AM IST