Spain vs Portugal : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সামনে স্পেন! আজ রাতে নামছেন মহাতারকা

Last Updated:

Cristiano Ronaldo Portugal ready for Spain challenge at UEFA Nations League. ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সামনে স্পেন! আজ রাতে নামছেন মহাতারকা

স্পেনের চ্যালেঞ্জ সামলাতে তৈরি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্পেনের চ্যালেঞ্জ সামলাতে তৈরি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
মাদ্রিদ: কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। পর্তুগাল এবং পার্শ্ববর্তী দেশ স্পেন ফুটবল মাঠে আবার মুখোমুখি। এই লড়াই সম্মানের এবং ইজ্জতের। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ে না। ক্লাব মরশুম শেষ হতেই দেশের জার্সিতে লড়াই শুরু। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে স্পেনের কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পতুর্গাল।
উল্লেখ্য, প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ চারে জায়গা করে নেবে। তাই স্পেনের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করাই লক্ষ্য পর্তুগালের। গ্রুপ ‘বি’র বাকি দু’টি দল চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ড। পাশাপাশি চলতি বছরের শেষে হতে চলা বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছেন কোচ ফার্নান্দো স্যান্টোস।
advertisement
advertisement
ক্লাব ফুটবলে সদ্যসমাপ্ত মরশুম খুব একটা ভালে কাটেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টারের জার্সিতে ২৪টি গোল করলেও তাঁর খেলায় ধারাবাহিকতার অভাব ছিল। এমনকী, শেষলগ্নে দলের অন্তর্বতী কোচ রালফ রাংনিকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়। যদিও ক্লাব ফুটবলের ব্যর্থতা ঝেড়ে দেশের জার্সিতে চেনা ছন্দে ধরা দিতে মরিয়া সিআরসেভেন।
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের আসরে এই স্পেনের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার নেশনস লিগের আসরেও স্কোরশিটে নাম তুলতে মরিয়া তিনি। পক্ষান্তরে, গতবারের নেশনস লিগে ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেন। খেতাবি লড়াইয়ে ফ্রান্সের কাছে ১-২ ব্যবধানে বশ মানে লুই এনরিকের দল।
advertisement
তবে সাম্প্রতিককালে দারুণ ছন্দে রয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা। টানা ৬ ম্যাচ জিতে বৃহস্পতিবার মাঠে নামবেন বুস্কেতস-কার্ভাহালরা। এই প্রসঙ্গে সদ্য রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার জানান, পর্তুগালের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। তবে আমরাও জয়ের লক্ষ্যে মাঠে নামব।
advertisement
দুই দেশের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী স্প্যানিশদের। কিন্তু পর্তুগাল স্পেনের বিরুদ্ধে বরাবর নিজেদের উজাড় করে দেয়। শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, পর্তুগালের কাছে আছে সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জতা, ওটাভিওর মত প্রতিভা।
অন্যদিকে স্পেনের হাতে কোক, আলবা, গাভি, বুস্কেট, অলমো রয়েছে। খেলা হবে স্পেনের মাঠে। তাই দর্শক সমর্থনের বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডোর দেশকে। কিন্তু যতক্ষণ পর্তুগালের অধিনায়কের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ততক্ষণ স্পেনকে সম্মান করলেও ভয় পাওয়ার কারণ নেই পর্তুগালের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Spain vs Portugal : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সামনে স্পেন! আজ রাতে নামছেন মহাতারকা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement