আজ সামনে উরুগুয়ে, প্রতিশোধ এবং নকআউট দুটোই চায় রোনাল্ডোর পর্তুগাল

Last Updated:

Cristiano Ronaldo Portugal looking for revenge and last 16 against Uruguay tonight in Qatar. আজ সামনে উরুগুয়ে, প্রতিশোধ এবং নকআউট দুটোই চায় রোনাল্ডোর পর্তুগাল

বিশ্বকাপে আজ রোনাল্ডো বনাম সুয়ারেজ
বিশ্বকাপে আজ রোনাল্ডো বনাম সুয়ারেজ
#দোহা: নিজের ক্লাব কেরিয়ার ঘোর অনিশ্চয়তার মুখে। বিশ্বকাপের ঠিক আগেই তাঁর সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্য কেউ হলে ফোকাস নড়ে যেত। কিন্তু তিনি যে অন্য ধাতুতে গড়া। নেপোলিয়ন বোনাপার্টের মতো অক্লেশে বলতে পারেন, অসম্ভব শব্দটা শুধুই বোকাদের অভিধানে পাওয়া যায়। সমালোচনার ঝড় সামলে মাতৃভূমি পর্তুগালকে বিশ্বসেরা করাই এখন একমাত্র লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’— এই দর্শন সবসময় মেনে চলেছেন সিআরসেভেন। পর্তুগালের ওসামা বিন লাদেন বলুন কিংবা মাদার টেরিজা, তিনিই সব। প্রথম ম্যাচে ঘানার চ্যালেঞ্জ অতিক্রম করার পর প্রতিদিনের অনুশীলনে তাঁর পরামর্শে সমৃদ্ধ এবং সম্পৃক্ত হচ্ছেন ডানিলো, হোয়াও ফেলিক্সরা। শনিবার রাতে সহ-ফুটবলারদের নিয়ে দোহার একটি রেস্তরাঁয় নৈশভোজ সেরেছেন তিনি।
আরও পড়ুন - ১৫ মিনিটের লড়াকু ফুটবলে স্পেনের বিরুদ্ধে কামব্যাক জার্মানির, বিশ্বকাপে বেঁচে থাকল আশা
সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বাকিদের উজ্জীবিত করার চেষ্টায় বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না ক্যাপ্টেন। তাঁর এই আন্তরিকতায় চনমনে পর্তুগাল শিবির। এদিনের অনুশীলনেও রোনাল্ডোর সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা গেল কোচ ফার্নান্দো স্যান্টোসকে। সম্ভবত রক্ষণ সংগঠন সুদৃঢ় করা নিয়ে আলোচনা হল দু’জনের।
advertisement
advertisement
advertisement
কিন্তু অযথা ফুটবলারদের চাপ বাড়াতে সেটা মনে করাতে চান না পর্তুগিজ ম্যানেজার। বয়স্ক ফার্নান্দো দীর্ঘ আট বছর হয়ে গেল পর্তুগালের দায়িত্বে। তার হাত ধরে দুটো আন্তর্জাতিক ট্রফি জিতেছে পর্তুগিজরা। রোনাল্ডো একা নন, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ড সিলভা, নেভেস, ফেলিক্স - পর্তুগাল দলে প্রচুর প্রতিভা।
কিন্তু নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেও উরুগুয়ের বড় ম্যাচে জ্বলে ওঠার প্রবণতা ফেলে দেওয়ার নয়। তাই সতর্ক পর্তুগাল শিবির। নুনিয়েজ এবং ভ্যালভার্দে উরুগুয়ের শক্তি। কিন্তু আজ জিতেই শেষ ১৬ নিশ্চিত করতে মরিয়া থাকবে পর্তুগিজরা। রোনাল্ডো বলছেন নো চিন্তা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আজ সামনে উরুগুয়ে, প্রতিশোধ এবং নকআউট দুটোই চায় রোনাল্ডোর পর্তুগাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement