Ind vs WI: ‘এই’ কারণের জন্য খেলা বন্ধ থাকল, ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ঝড়

Last Updated:

তখন জোরকদমে ব্যাট করছিলেন পন্থ ও আইয়ার

#চেন্নাই : টি-টোয়েন্টি সিরিজে ২-১ সিরিজ জেতার পর চেন্নাইতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্টইন্ডিজ ৷ টি-টোয়েন্টি সিরিজ জয়ের অক্সিজেন নিয়েই দারুণ ভাবে প্রথম একদিনের ম্যাচে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া ৷ এদিন ওয়েস্টইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷  প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে ভারত ৷ দলের হয়ে দুই তরুণ ব্যাট শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৭০ ও ৭১ রান করেন ৷
এদিন কেএল রাহুল , বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন এই দুই তরুণ ৷ ৮৮ বলে ৭০ করেন শ্রেয়স ও ৬৯ বলে ৭১ রান করেন পন্থ ৷ বেশ কিছু ধরেই পন্থের ফর্ম স্ক্যানারের নিচে ৷ ফলে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর মনোবল অনেকটা বাড়াবে ৷ এছাড়াও মিডল অর্ডারে নেমে ৩৫ বলে ৪০ রানের ধামাকা  ইনিংস খেলেন কেদার যাদব৷ মূলত এঁদের ব্যাটে ভর দিয়েই ২৮৭ রান করে ভারত ৷ কারণ এদিন রোহিত ৩৬ করলেনও রাহুল ৬ ও কোহলি ৪ রান করেন ৷
advertisement
advertisement
তবে এসব কিছুর মধ্যেও ভারতীয় ইনিংসে দাগ কেটে নিল অন্য কিছু এদিন খেলা চলাকালীন মাঠের ভিতরে ঢুকে যায় একটি কুকুর ৷ তখন ম্যাচের বয়স ২৭ ৷ ব্যাট করছেন শ্রেয়স ও পন্থ ৷ সে সময় কুকুরটিকে মাঠ থেকে না বার করা অবধি খেলা বন্ধ থাকে ৷
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘটার পরেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে ট্যুইট -রি ট্যুইটের ঘটনা শুরু হয়ে যায়৷
advertisement
মাঠে কুকুর ঢুকে পরা অবশ্য কোনও নতুন কোনও ঘটনা নয় ৷ বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের খেলা চলাকালীন এই ধরণের ঘটনা ঘটা ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: ‘এই’ কারণের জন্য খেলা বন্ধ থাকল, ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement