চারদিক বরফে মোড়া, ‘বরফ কেক’ কেটেই জন্মদিন সেলিব্রেট, সেহওয়াগের শেয়ার করা ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কিছুই নেই, তবুও হাসি মুখে বরফের কেক কাটার এই ভিডিও চোখে জল এনে দেবে
#নয়াদিল্লি : করোনার আবহ, সীমান্তে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাস কিন্তু এসব কিছুকে তুচ্ছ করে ভারতীয় সেনা প্রহরা দেয় ৷ তাদের জীবন একেবারেই অন্যরকম ৷ দেশের ১২০ কোটি জনতা যাতে শান্তির ঘুম ঘুমোন তার জন্য ভারতীয় সেনা নিজেদের কর্তব্যে অবিচল থাকে ৷ কোনও সীমান্তে থাকে শুষ্ক মরুর বালুকা রাশি আবার কোথাও প্রবল ঠান্ডা ৷ ভারতের ধামাকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এক দারুণ আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেছেন এই সেনা বাহিনীর ৷
সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় নজফগড়ের নবাব ৷ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে , ক্রিকেট নিয়ে তিনি যেরকম ট্যুইট করেন তেমনিই ভারতীয় সেনার বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি বিভিন্ন ট্যুইট করেন ৷ এবারের ট্যুইট ভিডিওটি সেরকমই আবেগপূর্ণ ৷
একদল সেনা প্রবল বরফের মধ্যে রয়েছেন ৷ সেখানেই একজন জওয়ানের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে ৷ কেকের বদলে বরফের একটি চাঁই ছুরি দিয়ে কাটছেন সেই জওয়ান , আর কাটা বরফের টুকরোই তুলে নিচ্ছেন হাতে৷ আশপাশের সকলেই দারুণ খুশি ৷
advertisement
advertisement
দেখে নিন সেই আবেগপূর্ণ মুহূর্তের ভিডিও
A soldier celebrating his birthday. Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows. No word are enough to describe their sacrifices and resilience. pic.twitter.com/sr5xGSdUNU
— Virender Sehwag (@virendersehwag) July 12, 2020
advertisement
শুধু বীরুই নয় ভিভিএস লক্ষ্মণও এই ভিডিওটি নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷
Very true @virendersehwag They are the real Superhero’s🙏🙏 https://t.co/yniv8QxSGN
— VVS Laxman (@VVSLaxman281) July 12, 2020
লক্ষ্মণ ভিডিওটির মাথায় ট্যাগলাইনে লিখেছেন রিয়েল সুপারহিরো , অর্থাৎ এঁরাই সত্যিকারের সুপারহিরো ৷ এদিকে বীরেন্দ্র সেহওয়াগ নিজের ট্যাগলাইনে লিখেছেন ,‘ A soldier celebrating his birthday. Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows.No word are enough to describe their sacrifices and resilience.’- অর্থাৎ একজন জওয়ান জন্মদিন সেলিব্রেট করছেন, চিজ কেক ভুলে যান, স্নো কেক -যার সৌন্দর্য্য শুধু সেনারাই জানে , এঁদের আত্মত্যাগের জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2020 2:32 PM IST