মোষের পিঠে জল নিয়ে খেলায় মত্ত বালক! সুপারহিট viral video শেয়ার Sehwag-র

Last Updated:

মোষের পিঠে বসে শিশুর বিন্দাস জলকেলি, রসিক Virender Sehwag-র পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল৷

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার ও নিজের ধামাকা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) অবসরের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার জন্য বিখ্যাত৷ তিনি যেরকম বিন্দাস মেজাজে ব্যাটিং করার জন্য নজফগড়ের নবাব নাম পেয়েছিলেন, ঠিক তেমনিই তিনি একেবারে দ্বিধাহীণ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় নিজের মনপসন্দ জিনিস শেয়ার করেন৷ মঙ্গলবার তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি দারুণ ভিডিও শেয়ার করেছেন৷ যা তাঁর ফ্যানরা খুবই পছন্দ করছে৷ সেওয়াগের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি বালক মোষের ওপর জলের পাইপ হাতে দাঁড়িয়ে আছে৷ আর সে একদিকে যেমন মোষটিকে স্নান করাচ্ছে, তেমনিই নিজেও মজা করে চান করছে৷
এই ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে রাজেশ খত্রীর ছবি আন্দাজের সুপারহিট গান ‘জিন্দেগি এক সফর হ্যায় সুহানা ’ বাজছে৷ সেহওয়াগ (Virender Sehwag shares Funny Video) এই ভিডিও-র ক্যাপশনে লিখেছেন ‘গাঁও কা জীবন, শহরোকে লোগ নেহি জানেঙ্গে ইসকা মজা’- অর্থাৎ গ্রামের জীবন-শহরের লোক এর মজা জানবেন না৷ বীরেন্দ্র সেহওয়াগের এই মজার , নির্মল আনন্দের ভিডিও ফ্যানরা খুবই পছন্দ করছেন৷ তাঁকে আসল দেশি ক্রিকেটারও বলা হচ্ছে৷
advertisement
advertisement
advertisement
বীরেন্দ্র সেওয়াগ নিজের গ্রামের ছেলে৷ ১৯৭৮ -র ২০ অক্টোবর সেহওয়াগ নজফগড়ে জন্মান৷ সেখানেই ক্রিকেটের অ আ ক খ শেখেন৷ পরে সেহওয়াগ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ট্রেনিংয়ের জন্য আসেন৷ তিনি আশিষ নেহরার সঙ্গে স্কুটারে করে কোটলায় অনুশীলনের জন্য আসতেন৷ সেহওয়াগ দুধ খেতে অসম্ভব ভালোবাসেন৷ যখন তিনি নেহরার বাড়ি যেতেন তখন তাঁর ভাগের দুধও খেয়ে নিতে সেহওয়াগ৷
advertisement
ছোট গ্রামের বাসিন্দা হয়েও নিজের পরিশ্রম ও ট্যালেন্ট দিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন৷ সেহওয়াগ টেস্টে ২৩ টি শতরান ও ওয়ান ডে-তে ১৫ টি শতরান করেন৷ তিনি ভারতের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে ২ টি ত্রিশতরান করেছেন৷  একটি তিনশো রান তিনি মাত্র ৭ রানের জন্য হাতছাড়া করেন৷ বর্তমানে সেহওয়াগের নাম টিম ইন্ডিয়ার কোচের দৌড়েও আছে৷ রবি শাস্ত্রী-র কার্যকাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শেষ হবে৷ এই মুহূর্তে ভারতের কোচ হওয়ার দৌড়ে বিক্রম রাঠোর সবচেয়ে এগিয়ে রয়েছেন৷ লালচাঁদ রাজপুতেরও নাম রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
মোষের পিঠে জল নিয়ে খেলায় মত্ত বালক! সুপারহিট viral video শেয়ার Sehwag-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement