কেলেঙ্কারির একশেষ! প্রধানমন্ত্রীর হাতে শেষে কানমোলা খেলেন Shakib Al Hasan

Last Updated:

বীরেন্দ্র সেওয়াগ (Virender Shewag) শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) নিয়ে ভীষণ হতাশ!

#নয়াদিল্লি : বাংলাদেশের জনপ্রিয় ও তারকা অলরাউন্ডারকে নিয়ে এখন ছ্যাঃ ছ্যাঃ৷ ক্রিকেট হল জেন্টলম্যানস গেম অর্থাৎ ভদ্রলোকের খেলা, কিন্তু এ হেন খেলায় আজকাল যা ঘটে তাতে এই খেলার এই তকমা আর কতটা মানা হয় তা নিয়ে লোকের মনে প্রশ্ন থাকতেই পারে৷ এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (DPL 2021) চলছে রমরম করে আর সেখানেই কিনা প্রচণ্ড রেগে মাঠেই মেজাজ হারালেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)৷
শুক্রবার আম্পায়ার এলবিডাব্লু সিদ্ধান্তের জন্য না করে দেওয়ায় নিজের মেজাজ সম্পূর্ণ রূপে হারান তিনি৷ তিনি রেগে গিয়ে ম্যাচ চলাকালীনই স্টাম্পে গিয়ে লাথি মারেন৷ এরপরেও রাগ কমেনি সেখান থেকে স্টাম্প উপড়ে ফেলে দেন৷ এই ঘটনায় বিভিন্ন মহল থেকে বিরূপ প্রতিক্রিয়ার ঝড় বয়ে গেছে ৷
তবে বীরেন্দ্র সেওয়াগ একেবারে নিজের স্টাইলেই এর প্রতিবাদ করেছেন৷ সেওয়াগ একটা পুরনো মজার ছবি জোগাড় করেছেন৷ ছবিতে শেখ হাসিনা (Sheikh Hasina) ও শাকিব আল হাসানকে দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
শাকিব ডিপিএলে মহমেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেন৷ অবাহনীর বিরুদ্ধে খেলার সময় মাঠের মধ্যে নিয়ম-নীতি, ভদ্রতার সব সীমাই পার করে দেন৷ তিনি বিভিন্ন অশালীন কাজ করার পাশাপাশি আম্পায়রের সঙ্গে তুমুল কথা কাটাকাটিও করেন৷ পরে অবশ্য সোশ্যাল হ্যান্ডেলে  নিজের এই ব্যবহারের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন৷ এরপর অনেকেই তাঁর ওপর নির্বাসনের শাস্তি দাবি করেছেন৷
advertisement
বীরুও এই ঘটনায় খুবই হতাশ৷ তিনি এই ঘটনায় শাকিবের শাস্তির প্রসঙ্গ বোঝাতেই এই পুরনো ছবিটা ব্যবহার করেছেন৷ এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাকিবের কান টানছেন৷ এই ছবিটি নেহাতই মজার ছলে তোলা ,কিন্তু সেওয়াগ বোঝাতে চেয়েছেন এখন এইরকম শাস্তিই প্রাপ্য শাকিবের৷
এই ছবিটি তখনকার যখন একটি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ৷ তখন এই ছবিটা ছিল৷ ওয়াকিবহাল মহল সূত্রে খবর হয়ত চার ম্যাচের নির্বাসন কার্যকরী হতে পারে৷
বাংলা খবর/ খবর/খেলা/
কেলেঙ্কারির একশেষ! প্রধানমন্ত্রীর হাতে শেষে কানমোলা খেলেন Shakib Al Hasan
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement