Home /News /sports /
ক্রিকেট ফ্যানদের বড় খবর, এবার কী করোনার কোপে টি টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট ফ্যানদের বড় খবর, এবার কী করোনার কোপে টি টোয়েন্টি বিশ্বকাপ

এই বছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অবধি টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা

 • Share this:

  #মেলবোর্ন:  করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী অস্থির ৷ সারা পৃথিবীতে একাধিক বড় বড় খেলার ইভেন্ট হয় বাতিল হয়ে গেছে নয় পিছিয়ে গেথে ৷ অলিম্পিক গেমসের মতো চার বছরে একবার হওয়া মেগা ইভেন্ট পিছিয়ে গেছে এক বছরের জন্য ৷ এই অবস্থাতেই প্রশ্নের মুখে এসেছিল তাহলে কী এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কোপ পড়ল ৷ এই অবস্থায় আইসিসি জানাল বড় খবর ৷

  এই বছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অবধি টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ৷ ফেব্রুয়ারি মাসে এখানেই আসর বসেছিল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ৷ কিন্তু ঠিক সে সময়েও করোনা আতঙ্ক এতটা মারাত্মক আকারে চেপে বসেনি ৷ তবে এখন পরিবর্তিত অবস্থা হলেও আইসিসি জানিয়েছে, ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর থেকে সাতটি ভ্যেনুতে খেলা হওয়ার কথা ৷ এখনকার পরিস্থিতিতে আমরা সেটা নির্দিষ্ট সময়ে শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি ৷ ’

  আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস অতিমারির ওপর স্থানীয় ক্রিকেট বডি নজর রেখে চলেছেন৷ তাঁরা অক্টোবর অবধি প্রতিনিয়ত নজর রাখবেন ৷ ’

  অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৮৮, ৩৯ জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায় তাহলে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও পরতে পারে বড় প্রভাব ৷  তবে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনও ভাবে যদি এ বছর না হয় তাহলে সামনে বছর সেটা আয়োজন করা বড় সমস্যার হবে ৷ ভারত সামনে বছর বিশ্বকাপ আয়োজন করবে ৷ এর মধ্যে এক বছরে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা চাপের হবে ৷ তাই যদি এবছর অস্ট্রেলিয়া আয়োজন করতে না পারে তাহলে হয়ত টুর্নামেন্ট বাতিল করে দেওয়া হতে পারে ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Corona Virus, Coronavirus, T20 World Cup, করোনা ভাইরাস

  পরবর্তী খবর