#মেলবোর্ন: করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী অস্থির ৷ সারা পৃথিবীতে একাধিক বড় বড় খেলার ইভেন্ট হয় বাতিল হয়ে গেছে নয় পিছিয়ে গেথে ৷ অলিম্পিক গেমসের মতো চার বছরে একবার হওয়া মেগা ইভেন্ট পিছিয়ে গেছে এক বছরের জন্য ৷ এই অবস্থাতেই প্রশ্নের মুখে এসেছিল তাহলে কী এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কোপ পড়ল ৷ এই অবস্থায় আইসিসি জানাল বড় খবর ৷
এই বছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অবধি টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ৷ ফেব্রুয়ারি মাসে এখানেই আসর বসেছিল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ৷ কিন্তু ঠিক সে সময়েও করোনা আতঙ্ক এতটা মারাত্মক আকারে চেপে বসেনি ৷ তবে এখন পরিবর্তিত অবস্থা হলেও আইসিসি জানিয়েছে, ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর থেকে সাতটি ভ্যেনুতে খেলা হওয়ার কথা ৷ এখনকার পরিস্থিতিতে আমরা সেটা নির্দিষ্ট সময়ে শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি ৷ ’
আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস অতিমারির ওপর স্থানীয় ক্রিকেট বডি নজর রেখে চলেছেন৷ তাঁরা অক্টোবর অবধি প্রতিনিয়ত নজর রাখবেন ৷ ’
অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৮৮, ৩৯ জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায় তাহলে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও পরতে পারে বড় প্রভাব ৷ তবে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনও ভাবে যদি এ বছর না হয় তাহলে সামনে বছর সেটা আয়োজন করা বড় সমস্যার হবে ৷ ভারত সামনে বছর বিশ্বকাপ আয়োজন করবে ৷ এর মধ্যে এক বছরে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা চাপের হবে ৷ তাই যদি এবছর অস্ট্রেলিয়া আয়োজন করতে না পারে তাহলে হয়ত টুর্নামেন্ট বাতিল করে দেওয়া হতে পারে ৷