জোর বকা দিলেন স্ত্রী, বাথটবে বসে কাপড় কাচচ্ছেন শিখর ধাওয়ান, সুপার ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্ত্রী আয়েষার কথায় উঠছেন বসছেন ধাওয়ান!
#নয়াদিল্লি : এ একেবারে অন্যরকমের সময় ৷ কারো কোনও কাজ নেই৷ সকলে সকাল থেকে রাত শুধু বাড়িতে ৷ পরিবারের সঙ্গে এখনই কোয়ালিটি টাইম কাটানোর প্রস্তাব দিচ্ছেন ৷ আর সেই কোয়ালিটি টাইম কাটানোর ভিডিও থেকে ছবি পোস্ট করছেন সেলিব্রিটি কাপলরা ৷
কিন্তু এ কী হাল ‘গব্বর সিং’-র ৷ ব্যাট হাতে বিপক্ষকে ত্রাস দেখানো শিখর ধাওয়ান বাড়িতে বন্দি হয়ে স্ত্রী -র নির্দেশে এ সব কী করছেন ৷ ‘যব সে হুই হ্যায় শাদি’ এই গানের সুরে বউয়ের অঙ্গুলি হেলনে একের পর এক কাজ করে চলেছেন ধাওয়ান৷
দেখে নিন শিখর ধাওয়ানের কী হাল
advertisement
Life after one week at home. Reality hits hard #AeshaDhawan @BoatNirvana #boAtheadStayINsane pic.twitter.com/ZTM2IhGV3c
— Shikhar Dhawan (@SDhawan25) March 24, 2020
advertisement
তবে এই ভিডিও দেখে নিঃসন্দেহই মজার ছন্দেই বানানো ৷ এরমধ্যে কোনও জাতির উদ্দেশ্য ছোট করার কিছু নেই ৷ এই পৃথিবীর দুঃসময়ে পরিবার নিজেদের মজা করছে ৷এভাবে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর বার্তা দিয়েছেন শিখর ধাওয়ান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2020 6:01 PM IST