#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান(Shikhar Dhawan) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দুর্দান্ত ওপেনার৷ তাঁর শক্ত হাতের ‘তাগড়া’ ছক্কা দেখতে সকলেই অভ্যস্ত৷ তাঁর এই বড় শট খেলার প্রবণতার জন্য তাঁকে গব্বর সিংও বলা হয়৷ তিনি এই সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ তবে তিনি এর আগে নাচ-গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই পোস্ট করেন৷ সেক্ষেত্রে নাচ-গানের ধামাল ভিডিও করে দেখিয়ে থাকেন৷ কিন্তু এবার একেবারে ভিন্ন রূপে শিখর ধাওয়ান{
নিজের বাঁশিতে মিষ্টি সুর বাজাতে দেখা যাচ্ছে এই ভিডিওটিতে৷ তিনি নিজের বাড়ির বারান্দায় বসেরয়েছেন, বাইরে অঝোর ধারার বৃষ্টিতে ভিজছে শহর৷ বাঁশিতে তুললেন সুর৷ তাও আবার গজল৷
খুব জনপ্রিয় গজল ‘হোঁঠো সে ছুঁলো তুম’ গানটি বেজে উঠল শিখর ধাওয়ানের ঠোঁটের ছোঁওয়ায়৷ দেখে নিন সেই ভিডিওটি৷
View this post on Instagram
শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ৷ তিনি নিয়মিতই ছবি -ভিডিও শেয়ার করে থাকেন৷ তিনি নিয়মিতই ডান্সভিডিও পোস্ট করেন৷ পৃথ্বী শ-র সঙ্গেও তিনি একাধিক ভিডিও পোস্ট করেন৷ সেখানে দুজনকেই ডান্স করতে দেখা যায়৷
এক মিনিটেরও কিছু বেশি সময়ের এই ভিডিও৷ ভিডিওতে ধাওয়ানকে বাড়ির বারন্দায় একটি সোফায় বসে থাকা অবস্থায় দেখা গেছে৷ তাঁর পরণে রয়েছে একেবারেই ঘরোয়া শর্টস ও টি শার্ট৷ তবে হাতে একটি মস্ত বাঁশি৷ এই ভিডিওটিকে বাড়তি মাত্রা দিয়েছে আরও একটি বিষয়৷ সেখানে শিখর ধাওয়ানের বাঁশি বাজানোর পাশাপাশি বাইরের বৃষ্টিভেজা ছবিও দেখা যাচ্ছে৷ তিনি নিজের ভিডিও ক্যাপশনে লিখেছেন , ‘আত্মার জন্য সঙ্গীত, সংযমে থাকুন, পজিটিভ থাকুন৷ ’তিনি নিজের গানের বিষয়েও প্রশ্ন করেছেন৷
আইপিএল -র ১৪ তম মরশুম মাঝপথে থেমে যাওয়ার পরেই সমস্ত ক্রিকেটার নিজের নিজের বাড়ি ফিরে যান৷ ধাওয়ান নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন৷ তিনি আইপিএল মাঝপথে থমকে যাওয়ার আগে দিল্লি ক্যাপিটাল্সের ৮ টি ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ৩৮০ রান করেছেন৷ ধাওয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের জন্য টিম ইন্ডিয়া দলে নির্বাচিত হননি৷ যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলের অংশ হয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sikhar Dhawan, Viral Video