শিখরের একেবারে অন্যরূপ, বাঁশি হাতে বাজালেন মনোরম গজল, বাইরে অঝোর বৃষ্টি, ভাইরাল ভিডিও

Last Updated:

এ এক অন্য শিখর ধাওয়ান (Sikhar Dhawan), অচেনা রূপে লেন্সের সামনে ‘গব্বর সিং’, Viral Video ...

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান(Shikhar Dhawan) ভারতীয় ক্রিকেট দলের  (Indian Cricket Team) দুর্দান্ত ওপেনার৷ তাঁর শক্ত হাতের ‘তাগড়া’ ছক্কা দেখতে সকলেই অভ্যস্ত৷ তাঁর এই বড় শট খেলার প্রবণতার জন্য তাঁকে গব্বর সিংও বলা হয়৷ তিনি এই সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ তবে তিনি এর আগে নাচ-গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক সময়েই পোস্ট করেন৷ সেক্ষেত্রে নাচ-গানের ধামাল ভিডিও করে দেখিয়ে থাকেন৷ কিন্তু এবার একেবারে ভিন্ন রূপে শিখর ধাওয়ান{
নিজের বাঁশিতে মিষ্টি সুর বাজাতে দেখা যাচ্ছে এই ভিডিওটিতে৷ তিনি নিজের বাড়ির বারান্দায় বসেরয়েছেন, বাইরে অঝোর ধারার বৃষ্টিতে ভিজছে শহর৷ বাঁশিতে তুললেন সুর৷ তাও আবার গজল৷
খুব জনপ্রিয় গজল ‘হোঁঠো সে ছুঁলো তুম’ গানটি বেজে উঠল শিখর ধাওয়ানের ঠোঁটের ছোঁওয়ায়৷ দেখে নিন সেই ভিডিওটি৷
advertisement
advertisement
শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ৷ তিনি নিয়মিতই ছবি -ভিডিও শেয়ার করে থাকেন৷ তিনি নিয়মিতই ডান্সভিডিও পোস্ট করেন৷ পৃথ্বী শ-র সঙ্গেও তিনি একাধিক ভিডিও পোস্ট করেন৷ সেখানে দুজনকেই ডান্স করতে দেখা যায়৷
এক মিনিটেরও কিছু বেশি সময়ের এই ভিডিও৷ ভিডিওতে ধাওয়ানকে বাড়ির বারন্দায় একটি সোফায় বসে থাকা অবস্থায় দেখা গেছে৷ তাঁর পরণে রয়েছে একেবারেই ঘরোয়া শর্টস ও টি শার্ট৷ তবে হাতে একটি মস্ত বাঁশি৷ এই ভিডিওটিকে বাড়তি মাত্রা দিয়েছে আরও একটি বিষয়৷ সেখানে শিখর ধাওয়ানের বাঁশি বাজানোর পাশাপাশি বাইরের বৃষ্টিভেজা ছবিও দেখা যাচ্ছে৷ তিনি নিজের ভিডিও ক্যাপশনে লিখেছেন , ‘আত্মার জন্য সঙ্গীত, সংযমে থাকুন, পজিটিভ থাকুন৷ ’তিনি নিজের গানের বিষয়েও প্রশ্ন করেছেন৷
advertisement
আইপিএল -র ১৪ তম মরশুম মাঝপথে থেমে যাওয়ার পরেই সমস্ত ক্রিকেটার নিজের নিজের বাড়ি ফিরে যান৷ ধাওয়ান নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন৷ তিনি আইপিএল মাঝপথে থমকে যাওয়ার আগে দিল্লি ক্যাপিটাল্সের ৮ টি ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ৩৮০ রান করেছেন৷ ধাওয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের জন্য টিম ইন্ডিয়া দলে নির্বাচিত হননি৷ যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলের অংশ হয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শিখরের একেবারে অন্যরূপ, বাঁশি হাতে বাজালেন মনোরম গজল, বাইরে অঝোর বৃষ্টি, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement