Virat নয় Rohit অধিনায়ক, 'Rubbish' বলে জল্পনা গুঁড়িয়ে দিল খোদ বিসিসিআই

Last Updated:

Virat and Rohit: Indian Cricket Team captaincy : সকালের খবর ১৮০ ডিগ্রি ঘুরে গেল বেলা বাড়তেই...

#মুম্বই:  সকাল সকালই হঠাৎই  বোমা বিস্ফোরণ! একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকে প্রকাশিত খবরে নড়েচড়ে বসে সকলে৷ রিপোর্ট অনুযায়ি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) পর সীমিত ওভারের ফর্ম্যাটে (T20 and ODI) আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি (Virat Kohli) ৷ রিপোর্টে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত একেবারে পাকা, তবে সরকারিভাবে ঘোষণা শুধু সময়ের অপেক্ষা৷ অধিনায়ক বিরাট কোহলি বোর্ডকে (BCCI) সঙ্গে নিয়ে এই ঘোষণা করতে চলেছেন৷ সূত্রের খবর অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) , বিরাট কোহলির হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিতে চলেছেন৷ কিন্তু এই ধরণের খবরে যে প্রবল চাঞ্চল্য তৈরি হয় তার থেকে আসরে নামে বিসিসিআই৷ পুরো খবরটিকেই তারা রাবিশ অর্থাৎ ভিত্তিহীণ বলে দিয়েছে৷
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে কোনও ফর্মাটেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার কোনও প্রশ্ন নেই৷ BCCI কোষাধ্যক্ষ অরুণ ধুমাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ধরণের কোনও প্রশ্ন, সম্ভবনা কোনটাই নেই৷
advertisement
advertisement
এদিকে রোহিত শর্মা আইপিএলে এই মুহূর্তে সফলতম অধিনায়ক৷ এটা চূড়ান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতই তাঁর জুতোয় পা গলাবেন৷ অর্থাৎ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপই অধিনায়ক কোহলির অধিনায়কত্বে শেষ ছোট ফর্ম্যাটের টুর্নামেন্ট৷
রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি জানিয়েছেন তিনি নিজের ব্যাটিং ও কেরিয়ারে ফোকাস করতে চান তিনি৷ পৃথিবীর সেরা ব্যাটসম্যান হওয়ার রাস্তায় ফের একবার হাঁটতে চান কিং কোহলি৷
advertisement
তিন ফর্ম্যাটেই ভারতের সফলতম অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়েছেন এই মনের কথা৷ শুধু তাই নয় অভিজ্ঞ সতীর্থ রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেও তিনি নিজের মনের এই চিন্তা ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি৷ রোহিত বিভিন্ন ফর্ম্যাটে দলের দায়িত্ব নিন এটাও তিনি বলেছেন৷
ভারত বিরাট কোহলির নেতৃত্বে ৬৫ টি একদিনের ম্যাচ, ২৭ টি টোয়েন্টি জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ কোহলির নেতৃত্বে একদিনের ম্যাচ খেলা হয়েছে ৯৫ টি৷ যার মধ্যে ২৭ টি হার রয়েছে৷ একদিনের ক্রিকেটে কোহলির নেতৃত্বে জয়ের শতকরা হার ৭০.৪৩ শতাংশ৷
advertisement
এদিকে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ১০ বার নেতৃত্ব দিয়েছেন৷ তাঁর নেতৃত্বে ৮ বার জিতেছে টিম ইন্ডিয়া৷ ২ বার মাত্র হেরেছে তারা৷ আর টি টোয়েন্টিতে ১৯ বারের মধ্যে ১৫ বার জিতেছে ভারতীয় দল৷
তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করে যেতে চান বলে জানিয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat নয় Rohit অধিনায়ক, 'Rubbish' বলে জল্পনা গুঁড়িয়ে দিল খোদ বিসিসিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement