#COVID19: সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন ধোনি, ধাওয়ানরা

Last Updated:

ক্রিকেটারদের মানবিক মুখ

#নয়াদিল্লি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এগিয়ে এলেন ৷ মানবিক মুখ ভারতের তারকা উইকেটরক্ষক মাহি ৷ একাধিক সময়ে তিনি এমন কাজ করেন যা দেখে চমকে যায় মানুষ ৷ কখনও সামরিক বিভিন্ন ইভেন্টে যোগ দেন কখনও আবার বাইক নিয়ে রাঁচির রাস্তাতেই নেমে  যান ৷ তবে দেশের এই দুঃসময়ে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এলেন মাহি ৷
পুণের একটি সংস্থা যা ১০০ টি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা দেশে লকডাউনের পরিস্থিতিতে দিন আনি দিন খাওয়া ১০০ টি পরিবারকে ১৪ দিন ধরে সাহা়য্য করছে সংস্থাটি ৷ তাদেরকেই ১ লক্ষ টাকার অনুদান দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷
করোনা ভাইরাসের জেরে সারা দেশে নজিরবিহীণ ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার ৷ দিন আনা দিন খাওয়া এই মানুষগুলিকে রিলিফ কিট দেওয়ার কথা হয়েছে৷ পুণে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তদের নিয়ে কাজ করছে ৷ ৩০ জন এখন পজিটিভ হয়েছে ৷ পাশাপাশি হাজার হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন ৷
advertisement
advertisement
এই কিটগুলিতে দেওয়া হচ্ছে সাবান, চাল, আটা, তেল, ডাল, বিস্কুট, চা ,চিনি,মশলা, ইত্যাদি দেওয়া হচ্ছে ৷
এদিকে ধোনি যেমন পুণের একটি সংস্থাকে টাকা দিয়েছেন ঠিক তেমনভাবেই বিরাট কোহলি ও শিখর ধাওয়ান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকার অনুদান করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#COVID19: সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন ধোনি, ধাওয়ানরা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement