#COVID19: সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন ধোনি, ধাওয়ানরা

Last Updated:

ক্রিকেটারদের মানবিক মুখ

#নয়াদিল্লি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এগিয়ে এলেন ৷ মানবিক মুখ ভারতের তারকা উইকেটরক্ষক মাহি ৷ একাধিক সময়ে তিনি এমন কাজ করেন যা দেখে চমকে যায় মানুষ ৷ কখনও সামরিক বিভিন্ন ইভেন্টে যোগ দেন কখনও আবার বাইক নিয়ে রাঁচির রাস্তাতেই নেমে  যান ৷ তবে দেশের এই দুঃসময়ে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এলেন মাহি ৷
পুণের একটি সংস্থা যা ১০০ টি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা দেশে লকডাউনের পরিস্থিতিতে দিন আনি দিন খাওয়া ১০০ টি পরিবারকে ১৪ দিন ধরে সাহা়য্য করছে সংস্থাটি ৷ তাদেরকেই ১ লক্ষ টাকার অনুদান দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷
করোনা ভাইরাসের জেরে সারা দেশে নজিরবিহীণ ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার ৷ দিন আনা দিন খাওয়া এই মানুষগুলিকে রিলিফ কিট দেওয়ার কথা হয়েছে৷ পুণে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তদের নিয়ে কাজ করছে ৷ ৩০ জন এখন পজিটিভ হয়েছে ৷ পাশাপাশি হাজার হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন ৷
advertisement
advertisement
এই কিটগুলিতে দেওয়া হচ্ছে সাবান, চাল, আটা, তেল, ডাল, বিস্কুট, চা ,চিনি,মশলা, ইত্যাদি দেওয়া হচ্ছে ৷
এদিকে ধোনি যেমন পুণের একটি সংস্থাকে টাকা দিয়েছেন ঠিক তেমনভাবেই বিরাট কোহলি ও শিখর ধাওয়ান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকার অনুদান করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#COVID19: সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন ধোনি, ধাওয়ানরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement