#COVID19: সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন ধোনি, ধাওয়ানরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রিকেটারদের মানবিক মুখ
#নয়াদিল্লি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এগিয়ে এলেন ৷ মানবিক মুখ ভারতের তারকা উইকেটরক্ষক মাহি ৷ একাধিক সময়ে তিনি এমন কাজ করেন যা দেখে চমকে যায় মানুষ ৷ কখনও সামরিক বিভিন্ন ইভেন্টে যোগ দেন কখনও আবার বাইক নিয়ে রাঁচির রাস্তাতেই নেমে যান ৷ তবে দেশের এই দুঃসময়ে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এলেন মাহি ৷
পুণের একটি সংস্থা যা ১০০ টি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা দেশে লকডাউনের পরিস্থিতিতে দিন আনি দিন খাওয়া ১০০ টি পরিবারকে ১৪ দিন ধরে সাহা়য্য করছে সংস্থাটি ৷ তাদেরকেই ১ লক্ষ টাকার অনুদান দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷
করোনা ভাইরাসের জেরে সারা দেশে নজিরবিহীণ ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার ৷ দিন আনা দিন খাওয়া এই মানুষগুলিকে রিলিফ কিট দেওয়ার কথা হয়েছে৷ পুণে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তদের নিয়ে কাজ করছে ৷ ৩০ জন এখন পজিটিভ হয়েছে ৷ পাশাপাশি হাজার হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন ৷
advertisement
advertisement
এই কিটগুলিতে দেওয়া হচ্ছে সাবান, চাল, আটা, তেল, ডাল, বিস্কুট, চা ,চিনি,মশলা, ইত্যাদি দেওয়া হচ্ছে ৷
এদিকে ধোনি যেমন পুণের একটি সংস্থাকে টাকা দিয়েছেন ঠিক তেমনভাবেই বিরাট কোহলি ও শিখর ধাওয়ান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকার অনুদান করেছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2020 11:59 AM IST