#লখনউ : লকডাউনের প্রায় মাস ঘুরতে চলল ৷ সকলেই গৃহবন্দি ৷ আর এই গৃহবন্দি দশাতে সকলে নানারকমের কাজে মজে ৷ বিভিন্ন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নিজেদের নানারকমের ভিডিও৷ সেলিব্রিটি থেকে ক্রিকেটার সকলেই নিজেদের ফ্যান ফলোয়ারদের মনোরঞ্জনের জন্য ভিডিও পোস্ট করছেন ৷
খুব বেশিদিন না হলেও দারুণ জনপ্রিয় মহম্মদ শামির টিকটক ভিডিও হ্যান্ডেল৷ তার ১৫ লক্ষ ফলোয়ার রয়েছে ৷ আর তার ভিডিওতে লাইকের সংখ্যা দশ লক্ষেরও বেশি৷ এই লকডাউনের মধ্যে শামির একটি মজার ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে >
@mdshami11##tiktokindia_ ##tik_tok_india ##cricketlovers ##staysafe ♬ original sound - Viren
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohammed Shami, TikTok, Viral Video