Ind vs Eng: মাঠে বারবার কান্নায় ভেঙে পড়লেন ক্রুণাল পান্ডিয়া, দেখুন আবেগে ভেসে যাওয়াViral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রুণালকে নিয়ে মুগ্ধ নেটিজেনরা৷
#পুণে : ক্রুণাল পান্ডিয়া ( Krunal Pandya) নিজের আবেগের ওপর সমস্ত বাঁধন ভেঙে ফেললেন৷ মঙ্গলবার দিন জাতীয় দলের জার্সিতে একদিনের (ODI) ক্রিকেটে অভিষেক ঘটে পান্ডিয়ার৷ তিনি অভিষেক ম্যাচে অপরাজিত ৫৮ রানের দারুণ একটা ইনিংস খেলেন৷ এদিন ভারতীয় দলের প্রায় সব টপ ও মিডল অর্ডার ক্রিকেটারই সফল৷ ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান খাড়া করে ভারতীয় ক্রিকেট দল৷
ক্রুণাল নিজের পারফরম্যান্সের পর যখন ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে আসেন তখন একাধিকবার কান্নায় তাঁর গলা বুজে আসছিস৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক এখন ধারাভাষ্যকর৷ অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা ক্রুণালের সঙ্গে তিনি কথা বলেন৷ ভাদোদরার অলরাউন্ডার নিজের আবেগ কন্ট্রোল করতে পারেন না৷ একেবারে ক্যামেরার সামনে ভেসে যান৷ দেখে নিন সেই সাক্ষাৎকারের মুহূর্ত৷ দেখে নিন সেই ভিডিও...
advertisement
What it means to lose someone dear to you, to represent your country, to do well for your team!
Krunal, you have made everyone proud today. pic.twitter.com/fOxd5fvkTs — Subhajit (@subhajitm) March 23, 2021
advertisement
এদিন ক্রুণলা শুধুমাত্র অভিষেকে পঞ্চাশ করেননি৷ তিনি অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার হিসেবে৷ কিছুদিন আগেই বাবা মারা গেছে হার্দিক ও ক্রুণালের৷ দুই ভাই- ই বাবার বিষয়ে দারুণ আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা এখন কারোর অজানা নয়৷
advertisement
এদিন ক্রুণালকে জাতীয় দলে -র ক্যাপ তুলে দেন তাঁর নিজের ভাই হার্দিক পান্ডিয়া৷
Krunal Pandya dedicates 50 on debut to his father, who passed away recently. Some very emotional scenes. He couldn’t get his words together in the post-inns interview. Deserved this hug. #IndvEng pic.twitter.com/mxYtwffl5q
— Mazher Arshad (@MazherArshad) March 23, 2021
advertisement
এদিন ক্রুণাল যখন ব্যাট করতে নামেন সেই সময় দল অসুবিধার মধ্যে ছিল৷ শেষ ১০ ওভারের খেলা বাকি ছিল ৫ উইকেটে ২০৫ ছিল ভারতের স্কোর৷ ক্রুণাল ও কেএল রাহুল এরপর খেলার গতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন ৷ ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ করেন তাঁরা৷
Oh wow. I’m sure we all want to give Krunal a hug right now. Such raw emotion. This means so much to him. #INDvENG
— Melinda Farrell (@melindafarrell) March 23, 2021
advertisement
অভিষেকেই দ্রুততম অর্ধশতরানের পরিসংখ্যান নিজের নামের পাশে করে নেন ক্রুণাল৷ মাত্র ২৬ বলে অর্ধশতরান করেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রান পাওয়ার জন্য লড়াই করছিলেন কেএল রাহুল৷ এদিন তিনি ফর্মে ফেরেন ৷ যা ভারতীয় দলের জন্য স্বস্তির খবর৷ তিনি অপরাজিত ৬২ রান করেন৷
এদিকে ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস বোলিং করেন বেশ দারুণ৷ ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি৷ মার্ক উডও নেন জোড়া উইকেট৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2021 9:26 AM IST