হোম /খবর /খেলা /
The Hundred এ কামাল ভারতের শেফালি ভর্মার, যা করলেন ভারতীয় কন্যে!

The Hundred এ কামাল ভারতের শেফালি ভর্মার, যা করলেন ভারতীয় কন্যে!

indian cricketer shafali verma 22 balls fifty and opening partnership record in the hundred league

indian cricketer shafali verma 22 balls fifty and opening partnership record in the hundred league

ভারতের জার্সিতে কামাল করেন, এবার করলেন...

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: ভারতের তরুণ মহিলা ক্রিকেটার শেফালি ভর্মা (Shafali Verma) বর্তমানে দ্য হান্ড্রেড  (The Hundred) লিগে অংশ নিচ্ছেন৷ সোমবার তিনি কামাল পারফরম্যান্স করেন৷ নিজের দল বার্মিংহ্যাম ফিনিক্স (Birmingham Phoenix) জয় পাওয়ালেন নিজের পারফরম্যান্সের সুবাদে৷ ওয়ালশ ফায়ার ও বার্মিংহ্যাম ফিনিক্স মহিলাদ দলের খেলা ছিল এজবাস্টনে৷ সেখানে শেফালির দল ১০ উইকেটে জেতেন৷

ওয়েলশ ফায়ার দল ওপেনার ব্রায়নি স্মিথ (38)এর সুবাদে ১০০ বলে ৯ উইকেটে ১২৭ রান করেন৷ বার্মিংহ্যাম দল ১২৮ রানের টার্গেট পায়৷ যা মাত্র ৭৬ বলে জয় পেয়ে যায়৷ শেফালি ভর্মা ২২ বলে অর্ধশতরান করে ফেলেন৷ আর মোচ ৭৬ রান করেন৷ তিনি নিজের ইনিংসে ৪২ বলে ৯ টি চার ও ২ টি ছয় মারেন৷

শেফালি এবলিন জোন্সের  (Evelyn Jones) সঙ্গে  ১৩১ রান তোলেন৷ ওপেনিং পার্টনারশিপে বিনা উইকেটে খুইয়ে জয় পায়৷ এই লিগে এটা রেকর্ড পার্টনারশিপ৷ শেফালি ৯ টি চার মারেন৷ তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন৷

বার্মিংহ্যাম দল ৬ ম্যাচে এটা দ্বিতীয় জয় ছিল৷ অন্যদিকে ওয়েলশ ফায়ারকে চার নম্বর হার শিকার করতে হল৷ আসলে বার্মিংহ্যাম ফিনিক্স ৮ টি  দলের তালিকার ৫ নম্বরে রয়েছেন আর ওয়েলশ ফায়ার ৭ নম্বরে রয়েছেন৷ দুই দলেরই ৪ পয়েন্ট রয়েছে৷ এই লিগের ফাইনাল ২১ অগাস্ট লর্ডসে খেলা হবে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, Shafali Verma