The Hundred এ কামাল ভারতের শেফালি ভর্মার, যা করলেন ভারতীয় কন্যে!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতের জার্সিতে কামাল করেন, এবার করলেন...
#লন্ডন: ভারতের তরুণ মহিলা ক্রিকেটার শেফালি ভর্মা (Shafali Verma) বর্তমানে দ্য হান্ড্রেড (The Hundred) লিগে অংশ নিচ্ছেন৷ সোমবার তিনি কামাল পারফরম্যান্স করেন৷ নিজের দল বার্মিংহ্যাম ফিনিক্স (Birmingham Phoenix) জয় পাওয়ালেন নিজের পারফরম্যান্সের সুবাদে৷ ওয়ালশ ফায়ার ও বার্মিংহ্যাম ফিনিক্স মহিলাদ দলের খেলা ছিল এজবাস্টনে৷ সেখানে শেফালির দল ১০ উইকেটে জেতেন৷
ওয়েলশ ফায়ার দল ওপেনার ব্রায়নি স্মিথ (38)এর সুবাদে ১০০ বলে ৯ উইকেটে ১২৭ রান করেন৷ বার্মিংহ্যাম দল ১২৮ রানের টার্গেট পায়৷ যা মাত্র ৭৬ বলে জয় পেয়ে যায়৷ শেফালি ভর্মা ২২ বলে অর্ধশতরান করে ফেলেন৷ আর মোচ ৭৬ রান করেন৷ তিনি নিজের ইনিংসে ৪২ বলে ৯ টি চার ও ২ টি ছয় মারেন৷
advertisement
শেফালি এবলিন জোন্সের (Evelyn Jones) সঙ্গে ১৩১ রান তোলেন৷ ওপেনিং পার্টনারশিপে বিনা উইকেটে খুইয়ে জয় পায়৷ এই লিগে এটা রেকর্ড পার্টনারশিপ৷ শেফালি ৯ টি চার মারেন৷ তিনিই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন৷
advertisement
বার্মিংহ্যাম দল ৬ ম্যাচে এটা দ্বিতীয় জয় ছিল৷ অন্যদিকে ওয়েলশ ফায়ারকে চার নম্বর হার শিকার করতে হল৷ আসলে বার্মিংহ্যাম ফিনিক্স ৮ টি দলের তালিকার ৫ নম্বরে রয়েছেন আর ওয়েলশ ফায়ার ৭ নম্বরে রয়েছেন৷ দুই দলেরই ৪ পয়েন্ট রয়েছে৷ এই লিগের ফাইনাল ২১ অগাস্ট লর্ডসে খেলা হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2021 12:35 PM IST