#কলম্বো: শিখর ধাওয়ান (Shikhar Dhawan) -র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India) শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিবার প্রথম একদিনের ম্যাচ কলম্বোতে খেলবে৷ খেলা হবে প্রেমাদাস স্টেডিয়ামে৷ এই বাইশ গজের লড়াইয়ের দিকে সকলের নজর আটকে, কিন্তু এই ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি৷ রবিবার কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ক্রিকেট ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে৷ আপেক্ষিক আদ্রর্তা খুবই বেশি হবে৷ যা ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হবে৷
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রোমাঞ্চক ম্যাচ দেখার আশায় দুই দেশের ক্রিকেট ফ্যানরা৷ এই ম্যাচে টসের বড় ভূমিকা হবে৷ টস জয়ী দল বিপক্ষকে ব্যাট করতে দিতে পারে৷ গত বছরে শ্রীলঙ্কা মাত্র একটি ম্যাচ জিতেছে৷ অন্যদিকে ভারত তিনটি ম্যাচ জিতেছে৷
দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ওপেন করতে নেমে তিনি কতটা সফল বা ব্যর্থ, তার থেকেও বেশি গুরুত্ব রাখে বোলারদের বিপক্ষে তাঁর আগ্রাসী মেজাজে ব্যাট করার ক্ষমতা। তবে বিরাট কোহলি বা রোহিত শর্মার কিছুটা আড়ালেই থেকে যেতে হয় তাঁকে। জুনিয়র ক্রিকেটাররা বলেন তাঁর মত সিনিয়র হয় না। আইপিএলে দিল্লিতে তাঁকে অধিনায়ক না করে যখন জুনিয়র ঋষভ পন্থকে করা হল, তখনও কিন্তু তরুণ পন্থকে নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করে গিয়েছেন।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। জীবনে প্রথমবার জাতীয় দলের জার্সিতে দলকে নেতৃত্ব দিতে চলেছেন শিখর ধাওয়ান। এই দলের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। মূল দলে রবি শাস্ত্রীর কোচিংয়ে খেলেছেন ধাওয়ান। এবার তাঁর প্রশিক্ষক দ্রাবিড়। দু’জন একে অপরের থেকে কতটা আলাদা? শনিবার ম্যাচের আগে শিখর বলেছেন, “ওদের দু’জনেরই নিজস্ব গুণ রয়েছে। দু’জনেই ইতিবাচক মানসিকতার। রবি ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ব্যাপারে দু’জনের কৌশল আলাদা। তবে কোচ হিসেবে দু’জনকেই আমার ভাল লেগেছে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Colombo, Indian Cricket Team, Rainfall