#সিডনি: ১৩১ ওভারে ৫ উইকেটে ৩৩৪, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ড্র করার জন্য বুক চিতিয়ে অথচ দাঁতে দাঁত চেপে লড়লেন ভারতীয় ক্রিকেটাররা৷ দিনের শেষ পার্টনারশিপ যেভাবে ভারতকে পাঁচের পর উইকেট হারাতে দিল না তার জন্য কুর্নিশ শব্দটি যথেষ্ট নয়৷ তরুণ হনুমা বিহারী আর অভিজ্ঞ রবিচন্দ্র অশ্বিন ৬২ রানের পার্টনারশিপ করে ফেললেন৷
কুর্নিশ টিম ইন্ডিয়ার লড়াকু মনোভাব৷ রোহিত, গিল, প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন চতুর্থদিনেই৷ ক্রিজে ছিলেন অজিঙ্ক রাহানে -চেতেশ্বর পূজারা ৷ তবে পঞ্চম দিনে শুরুতেই ধাক্কা দেয় অস্ট্রেলিয়া৷ মাত্র ৪ রানেই ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানেকে প্যাকআপ করে দেয় তারা৷ ন্যাথান লিঁও-র বলে ওয়েড তাঁকে তালুবন্দি করেন৷ তবে এরপরে চোট নিয়ে পন্থ নেমে একেবারে কামাল করে দেন৷
দলের মাথায় চতুর্থ ইনিংসে জয়ের ৪১০ রান চাপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া৷ চেতেশ্বর পূজারা একদিকে উইকেট আগলে রাখার কাজ করছিলেন আর অন্যদিকে ঋষভ পন্থ অজি বোলারদের ভয় দেখানোটা বন্ধ করে দিয়েছিলেন নিজের ‘চালিয়ে’ খেলা দিয়ে৷ পঞ্চমদিনের খেলায় অস্ট্রেলিয়ার পেস ও স্পিনারদের কেটে তিনি ১১৮ বলে ৯৭ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১২ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ কিন্তু একটুর জন্য শতরান হাতছাড়া হয় তাঁর৷ লিঁও-র বলে কামিন্সের হাতে তালুবন্দি হন তিনি৷
A sensational knock from @RishabhPant17 comes to an end just 3 short of a century. The Pujara-Pant partnership was worth 148 runs #TeamIndia #AUSvIND
Australia take the new ball. Details - https://t.co/C5z4LWkpXi pic.twitter.com/eTRrCtmYWM — BCCI (@BCCI) January 11, 2021
তবে তিনি যে সাহসের সঞ্চারটা তিনি করে দিয়ে যান সেটা বয়ে নিয়ে চলেন পূজারা, হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিন৷ ম্যাচ জেতার একটা চেষ্টা হয়ত তাঁরা করতে পারতেন বলে ক্রিকেটবোদ্ধারা, কিন্তু তাঁরা বিদেশের মাটিতে আরও একটা টেস্ট হারের লজ্জা আটকানোর মোটিভেশন নিয়ে মাটি কামড়ে পড়ে রইলেন৷
5⃣0⃣!
A solid half-century from @cheteshwar1 as #TeamIndia are now 235/3 and need 172 runs to win. 👏👏 #AUSvIND Follow the match 👉 https://t.co/xHO9oiKGOC pic.twitter.com/47ZeoVgJgS — BCCI (@BCCI) January 11, 2021
পূজারা ২০৫ বল খেলে ৭৭ রান করে আউট হয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার দিয়ে৷ এদিকে ভারতীয় ব্যাটসম্যানদের আউট করার জন্য অস্ট্রেলিয়া সবরকমের বোলিং অপশন ট্রাই করেও সিমেন্টের মতো আটকে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের তাঁরা সরাতে পারেননি৷
শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। কারণ অজি আগ্রাসন প্রতি মুহূর্তে যেখানে তাঁদের পুঁতে দেওয়ার মানসিকতা নিয়ে লড়াই করছিল ঠিক তেমনি দাঁতে দাঁত চেপে বুক চিতিয়ে লড়াই পূজারা, অশ্বিন, হনুমা, পন্থদের। যার সুবাদে তৃতীয় টেস্টের শেষেও সিরিজ রইল ১-১৷It's the final hour in the game.
Where do you reckon this is headed? Live - https://t.co/xHO9oiKGOC #AUSvIND pic.twitter.com/R8fVvRMdXW — BCCI (@BCCI) January 11, 2021